কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
আগামী ২৪ ঘণ্টা শহর কলকাতার আকাশ থাকবে মেঘলা। রাতের তাপমাত্রা ৫ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। সামান্য বেড়েছে দিনের তাপমাত্রাও। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকভাবের উপরে থাকলেও দিনের তাপমাত্রা কমেছে। আর সেই জন্য সর্বোচ্চ তাপমাত্রা এখনও স্বাভাবিকের থেকে নীচে।
বুধবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৮ ডিগ্রি সেলসিয়াস। গত বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯০ শতাংশ এবং সর্বনিম্ন ৫২ শতাংশ।
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
কলকাতার রাতের তাপমাত্রা একধাক্কায় অনেকটাই বাড়ল। দিনের তাপমাত্রা এখনও স্বাভাবিকের নীচে। আগামী দুই দিনে সামান্য বাড়তে পারে দিন ও রাতের তাপমাত্রা। সপ্তাহান্তে ফের একবার হাওয়া বদলের সম্ভাবনা। তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। বৃহস্পতিবার থেকে কলকাতার তাপমাত্রা বাড়বে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। শনিবার থেকে ফের একবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পারদ পতনের সম্ভাবনা। সকালে সমস্ত জেলাগুলিতে কুয়াশা থাকবে। বেশ কিছু জেলাতে কোল্ড ডে-র মতো পরিস্থিতি তৈরি হতে পারে। মাঝারি থেকে ঘন কুয়াশা দেখা যেতে পারে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও বর্ধমানে।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই থাকবে কুয়াশার দাপট। জলপাইগুড়ি ও কোচবিহার থাকবে কুয়াশাছন্ন। সিকিমে রয়েছে বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা। ২৬-২৭ জানুয়ারি দার্জিলিঙেও রয়েছে তুষারপাতের সম্ভাবনা। উঁচু পার্বত্য এলাকাতে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও কালিম্পঙে আগামী শনিবার পর্যন্ত বৃষ্টি হতে পারে।
উত্তর পশ্চিম বঙ্গোসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর প্রভাবে ওডিশা, বিদর্ভ,ছত্তিশগড় ও বাংলাতে তৈরি হয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তরপ্রদেশ, পঞ্জাব,হরিয়ানা, মধ্যপ্রদেশ ও রাজস্থানে সিভিয়র কোল্ড ডে পরিস্থিতি তৈরি হয়েছে। বিহারেও একই রকম থাকবে পরিস্থিতি, জানা যাচ্ছে এমনটাই।