লোকসভা ভোটের আগে সাংগঠনিক শক্তিবৃদ্ধিতে ভারত জোড়ো ন্যায় যাত্রার সূচনা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রবিবার সকাল থেকেই উত্তর দিনাজপুর জেলার চোপড়ায় এই ন্যায়যাত্রা নিয়ে উৎসাহিত কংগ্রেসের দলীয় নেতা-কর্মীরা। রবিবার রাতে চোপড়ার নলবাড়ি এলাকায় মহানন্দা নদীর কাছে রাত্রি যাপন করবেন রাহুল গান্ধী। এবং সোমবার সকালে মিছিলে যোগ দিয়ে ইসলামপুর পৌঁছবেন রাহুল গান্ধী। এবং ইসলামপুরের পরে পাঞ্জিপাড়া পার করে কিশানগঞ্জ হয়ে বিহারে যাবেন তিনি।
রবিবার সন্ধ্যে ৭.৩০ নাগাদ চোপড়ায় পৌঁছন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সঙ্গে ছিলেন অধীর চৌধুরী সহ জেলার নেতা-নেত্রীরা। এখানেই রাত্রিবাস করবেন তিনি। জেলার একাধিক কংগ্রেস নেতৃত্ব ইতিমধ্যেই রোড শোয়ের প্রস্তুতি সেরে ফেলেছেন। কংগ্রেস সূত্রে খবর, রবিবার সকালে জলপাইগুড়িতে ন্যায় যাত্রায় ভালো সমর্থন পাওয়া গিয়েছে। সেটারই পুনরাবৃত্তি হবে উত্তর দিনাজপুর জেলাতেও বলে দাবি কংগ্রেস নেতৃত্বের।
রবিবার সকালে বাগডোগরা বিমানবন্দরে নেমে গাড়ি করে সোজা ফুলবাড়ির উত্তরকন্যার কাছে এনএইচপিসির বাংলোতে যান রাহুল গান্ধী। তাঁর আগমনের খবর পেয়ে রবিবার সকাল থেকেই বাগডোগরা বিমানবন্দরের বাইরে কংগ্রেস কর্মী-সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। এনএইচপিসির বাংলোতে কিছু ক্ষণ বিশ্রাম নেওয়ার পর জলপাইগুড়ির পিডব্লিউডি মোড় থেকে যাত্রা শুরু করেন রাগা। পিডব্লিউডি মোড় থেকে কদমতলা পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তা হাঁটেন তিনি।
উল্লেখ্য, রাহুল গান্ধীর ন্যায় যাত্রার মাঝেই উত্তরবঙ্গ গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের একাধিক জেলা প্রশাসনিক সভা এবং সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের শিলিগুড়ির উত্তরকন্যায় রাত্রিবাস করছেন তিনি। সোমবার কোচবিহারে সরকারি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।