জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এই মুহূর্তে ভারত-ইংল্য়ান্ড (England tour of India 2024) পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ খেলছে। হায়দরবাদে প্রথম ম্য়াচই হেরে যায় টিম ইন্ডিয়া। উপলের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে জেতা ম্য়াচটা, মাঠেই রেখে এসেছে রোহিত শর্মা অ্যান্ড কোং। ২৮ রানে জিতে, বেন স্টোকসের ইংল্য়ান্ড সিরিজে ১-০ এগিয়ে যায়। এরপর বিশাখাপত্তনমে ২-৬ ফেব্রুয়ারি ভারত-ইংল্য়ান্ড দ্বিতীয় টেস্ট। তার আগেই ভারত জোড়া ধাক্কা খেল। দ্বিতীয় টেস্টে রাহুল দ্রাবিড় পাবেন না তাঁর দলের দুই নক্ষত্র- কেএল রাহুল (KL Rahul) ও রবীন্দ্র জাদেজাকে (Ravindra Jadeja)। বিসিসিআই সোমবার অর্থাৎ আজ বিবৃতি দিয়ে সেই আপডেট দিল। এমনিতেও হায়দরবাদের মতো বিশাখাপত্তনমেও নেই বিরাট কোহলি (Virat Kohli)। গোদের উপর বিষফোড়ার মতো এবার রাহুল-জাদেজা নেই। তবে কথায় আছে কারোর পৌষ মাস তো কারোর সর্বনাশ। ‘জোড়া ধাক্কা’য় এবার জাতীয় দলের দরজা ভেঙেই ফেললেন সরফরাজ খান (Sarfaraz Khan)। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে দলে ঢুকলেন রঞ্জির রানমেশিন।

আরও পড়ুন: East Bengal: ইস্টবেঙ্গলে ট্রফি ঢুকতেই ইমামির বিরাট বার্তা! মশালের লেলিহান শিখায় এবার অগ্নিশপথ

সরফরাজ সম্বন্ধে ভারতীয় ক্রিকেট অনুরাগীদের নতুন করে আর কিছুই বলার দরকার নেই। মুম্বইয়ের বছর ছাব্বিশের মিডল অর্ডারের বিধ্বংসী ব্যাটার বিগত কয়েক বছর ঘরোয়া ক্রিকেটে শাসন করেছেন। তাঁর হয়ে কথা বলছে তাঁর পরিসংখ্য়ান। ৪৫টি প্রথম শ্রেণির ম্য়াচে সরফরাজের ৩৯১২ রান রয়েছে। সর্বোচ্চ অপরাজিত ৩০১ রানের ইনিংস খেলেছেন তিনি। সরফরাজের গড় ৬৯.৮৫। স্ট্রাইক রেট ৭০.৪৮। করেছেন ১৪টি সেঞ্চুরি ও ১১টি হাফ-সেঞ্চুরি। লিস্ট এ ও টি-২০ মিলিয়ে প্রায় ১৭০০ রান করেছেন সরফরাজ। ২০১৯-২০ ও ২০২২ রঞ্জি মরসুমে সরফরাজ যথাক্রমে ৯৮২ ও ৯২৮ রান করেছেন। শুধু সরফরাজকেই নয়, ডাকা হয়েছেন সৌরভ কুমারকেও। উত্তরপ্রদেশের বোলিং অলরাউন্ডার ৬৮টি প্রথম শ্রেণির ম্য়াচে ২৯০ উইকেট পেয়েছেন। ১৫ বার পেয়েছেন চার উইকেট করে। ২২ বার নিয়েছেন পাঁচ উইকেট। এমনকী তাঁর ১০ উইকেটও আছে আটবার।  অনেকের মতে সরফরাজের জাতীয় দলে ব্রাত্য় থাকার অন্যতম কারণ ছিল তাঁর বাড়তি ওজন। কিন্তু এসব তত্ত্ব আপাতত উবে গেল। 

আরও পড়ুন: WTC Points Table: বাংলাদেশেরও নীচে নামল ভারত! এ কী অবস্থা, লজ্জার শেষ নেই…

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version