ভারত জোড়ো ন্যায় যাত্রায় সোমবারই উত্তর দিনাজপুরে রোড শো করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আর তারপরেই মঙ্গলবার উত্তর দিনাজপুরে পদযাত্রা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। চোপড়ায় জনসংযোগ যাত্রার পর ইসলামপুরেও পদযাত্রা করেন মুখ্যমন্ত্রী। প্রকাশ্য রাস্তায় হাঁটতে দেখা যায় মমতা বন্দ্যোপাধযায়কে। হাঁটার সময় রাস্তার দু’পাশের মানুষের দিকে তাকিয়ে কখনও নমস্কার, কখনও আবার হাত নাড়েন তিনি। পালটা রাস্তায় দুই পাশ থেকে স্থানীয় বাসিন্দারাও মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রতি নমস্কার করেন। হাঁটতে হাঁটতে একটি শিশুকেও কোলে তুলে নেন মমতা। এবার এক সময় রাস্তার দারে দাঁড়িয়ে থাকা কিছু স্কুল পড়ুয়া ছাত্রীর সঙ্গেও দাঁড়িয়ে কLe বলেন তিনি। ছাত্রীদের হাতে ছিল ‘আমরা দিদির সবুজ সাথী’ প্ল্যাকার্ড। এদিন রালস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা মানুষের সঙ্গে হাত মেলাতেও দেখা যায় তাঁকে।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পদযাত্রায় পা মেলান দলের নেতা কর্মী সমর্থকেরা। ‘মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ’, ‘তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ’ স্লোগানে ভরে ওঠে চারিদিক। দলীয় পতাকা নিয়ে রাস্তার দু’ধারে ভিড় করেন তৃণমূল কর্মী সমর্থকেরা।


এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমার চোপড়, ইসলামপুর, শিলিগুড়ি, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার সবই ভালো হয়েছে। এখন ইসলামপুর চোপড়া হয়ে কর্ণজোড়ার নামব। ওখান থেকে পায়ে হেঁটে রায়গঞ্জের সভায় যাব। রায়গঞ্জের সভা করার পরে বালুরঘাট যাব।’ যদিও এদিন রাহুল গান্ধীর ন্যায় যাত্রার বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলেও কোনও মন্তব্য করেননি মমতা বন্দ্যোপাধ্যায়।

বিস্তারিত আসছে…



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version