দুয়ারে লোকসভা নির্বাচন। এই মুহূর্তে নিজেদের মতো করে ঘুঁটি সাজাচ্ছে সমস্ত রাজনৈতিক দলগুলি। দক্ষিণবঙ্গের অন্যতম চর্চিত লোকসভা কেন্দ্র বাঁকুড়া। গত লোকসভা নির্বাচনে সংশ্লিষ্ট কেন্দ্র গিয়েছিল গেরুয়া শিবিরের দখলে। কিন্তু, বিধানসভা নির্বাচনে পরাজিত হলেও বাঁকুড়ায় হামেশাই দেখা গিয়েছে অভিনেত্রী সায়ন্তিকা। স্বাভাবিকভাবেই দলের অন্তরেই প্রশ্ন ঘোরাফেরা করছে, তবে কি সায়ন্তিকাকে সামনে রেখেই বাঁকুড়া লোকসভা নির্বাচনে লড়াই করতে চাইছে ঘাসফুল শিবির?

সাত বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত বাঁকুড়া লোকসভা কেন্দ্র। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে এই কেন্দ্রটি হাতছাড়া হয় শাসক দলের। তৃণমূল প্রার্থীকে হারিয়ে সংসদে যাওয়ার ছাড়পত্র আদায় করে নেন বিজেপির সুভাষ সরকার। আর সেই সূত্রে জীবনের প্রথমবার নির্বাচনী যুদ্ধে জয়ের স্বাদ পান তিনি।

তারপর এই এলাকার দ্বারকেশ্বর, গন্ধেশ্বরী, শিলাবতী, কংসাবতী, জয়পণ্ডা নদী দিয়ে অনেক জল গড়িয়ে গিয়েছে। ২০২১ সালে বিধানসভা নির্বাচনে বাঁকুড়া, ছাতনা, শালতোড়া ও পুরুলিযার রঘুনাথপুর বিধানসভার দখল নেয় বিজেপি। বাকি জঙ্গলমহলের রায়পুর, বানীবাঁধ ও তালডাংরা বিধানসভায় শেষ হাসি হাসে ঘাস ফুল শিবির।

এরই মধ্যেই বাঁকুড়ার রাজনীতিতে জলঘোলা, অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের উপর নাকি এই কেন্দ্রে আস্থা রাখতে পারে তৃণমূল, জল্পনা এমনটাই। যদিও গত বিধানসভা নির্বাচনে বাঁকুড়া কেন্দ্রেই বিজেপির নীলাদ্রি শেখর দানার কাছে ১ হাজার ৩৭৬ ভোটে পরাজিত হয়েছিলেন তিনি। কিন্তু, এই পরাজয়ের পরেও সেখানকার রাজনীতিতে অবাধ বিচরণ সায়ন্তিকার। নিজের ‘বহিরাগত’ তকমা ঝেড়ে ফেলে বাঁকুড়ায় একপ্রকার ‘ঘাঁটি’ গেড়ে ফেলেছেন তিনি। আর এরপরেই রাজনৈতিক মহলে জল্পনা বেড়েছে।

ওয়াকিবহাল মহলের একাংশের কথায়, সংসদে তারকা মুখ পাঠানোর বিষয়টি তৃণমূলের ক্ষেত্রে এই প্রথম নয়। এর আগে মিমি চক্রবর্তী থেকে শুরু করে নুসরত জাহান রাজ্য শাসক দলের থেকে সংসদের গিয়েছেন। তালিকায় রয়েছেন দেবও। তবে লোকসভা নির্বাচনের প্রার্থী নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দাবি জেলায় নেতাদেরও। তাঁদের কথায়, এখন থেকে বলা সম্ভব নয়, কাকে প্রার্থী করা হবে। অন্যদিকে, গেরুয়া শিবিরে জোর জল্পনা, এবারেও সংশ্লিষ্ট কেন্দ্রে নাকি সুভাষ সরকারের উপরেই ভরসা রাখতে চলেছে গেরুয়া শিবির।

এই প্রসঙ্গে তৃণমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলার মুখপাত্র মহাপ্রসাদ সেনগুপ্ত এই বিষয়ে বলেন, ‘ কে প্রার্থী হবেন জানি না। যিনি প্রার্থী হবেন তাঁকে বেছে নেবেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যাতে লোকসভা নির্বাচনে জয়ী হন সেই জন্য সব কর্মীরা সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়বে।’ বিষয়টি নিয়ে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনও মন্তব্য করতে রাজি হননি।

BJP News: পাখির চোখ বারাসত কেন্দ্র! পদ্মের প্রার্থী হতে ইচ্ছুক একাধিক নামী তারকারা, দল বলল…
অন্যদিকে, বিজেপির বাঁকুড়া জেলা সভাপতি সুনীল রুদ্র মণ্ডল বলেন, ‘তৃণমূল কাকে প্রার্থী করবে তা নিয়ে আমাদের কোনও মাথা ব্যথা নেই। এবারেও তৃণমূল হারবে। মুনমুন সেন সাংসদ থাকাকালীন বাঁকুড়ার মানুষ হাড়ে হাড়ে টের পেয়েছেন সেলেব মুখের সমস্যা। ফের সেলিব্রেটিকে তৃণমূল প্রার্থী করলেও এখানকার মানুষের মন গলবে না। বাঁকুড়ার মাটির গন্ধ না থাকা মানুষকে এখানকার মানুষ প্রত্যাখ্যান করবেন।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version