প্রেমের দিন। তাও আবার বাংলা-ইংরেজি মিলে মিশে একাকার। ভ্যালেন্টাইন্স ডে বহু মানুষের জন্য বিড়ম্বনার কারণ। একদিকে সেজে গুজে বসে রয়েছেন মনের মানুষ। কিন্তু, ছুটির অভাবে কাজে মুখ গুঁজে বসে থাকতে হত অনেককেই। তবে এই বছর সুবর্ণ সুযোগ! ভ্যালেন্টাইন ডের দিনই সরকারি ছুটি? আসলে এই বছর ভ্যালেন্টাইন্স ডে এবং সরস্বতী পুজো পড়েছে একই দিনে।

আর সরস্বতী পুজো উপলক্ষ্যে রাজ্য সরকারি কর্মীদের ছুটি দিয়েছে নবান্ন। আর সব মিলিয়ে দুইয়ে দুইয়ে চার করা হয়ে গিয়েছে। সরস্বতী পুজো আর ১৪ ফেব্রুয়ারি একই দিনে পড়ায় খুশি সরকারি কর্মীরা।

২০২৪ সালে সরকারি ছুটির তালিকা নিয়ম মোতাবেক আগেই প্রকাশ করেছে নবান্ন। এই বছর সরকারি কর্মীদের মোট ছুটির পরিমাণ ৪৫টি। ছুটি সংক্রান্ত নির্দেশিকা মোতাবেক NIA অ্যাক্টের আওতায় চলতি বছর ছুটির সংখ্যা ২২ দিন। পাশাপাশি রাজ্য সরকারের তরফে ছুটি দেওয়া হয়েছে ২৩ দিন। অর্থাৎ ৪৫ দিন রাজ্য সরকারি কর্মীদের ছুটি দেওয়া হয়েছে। পাশাপাশি নিয়ম মোতাবেক অন্যান্য ছুটি রয়েছে। তবে কিছু কিছু ছুটি চলতি বছর হাতছাড়া হয়েছে রবিবারের জন্য।

১৪ ফেব্রুয়ারি সরস্বতী পুজো এবং ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিন একই দিনে পড়েছে। ফলে একটি ছুটি হাতছাড়া হতে চলেছে। পাশাপাশি বাংলা নববর্ষ, ভাইফোঁটা, রথযাত্রা রবিবার পড়ায় কিছু ছুটি হাতছাড়া হতে চলেছে রাজ্য সরকারি কর্মীদের। ফেব্রুয়ারি মাসে আর কোনও সরকারি ছুটি নেই। তবে মার্চ মাসে দুই দিন সরকারি ছুটি রয়েছে। এই দুটি দিন হল দোলযাত্রা এবং গুড ফ্রাইডে।

এপ্রিলেও ইদ উল ফিতরের জন্য ১১ এপ্রিল ছুটি দেওয়া হচ্ছে। উল্লেখ্য, রাজ্য সরকারি কর্মীদের জন্য গত বছরই ৪ শতাংশ বর্ধিত DA-র কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বড়দিনের আগেই এই ঘোষণা করেন। যদিও কেন্দ্রীয় হারে DA-র দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন করছেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ।

West Bengal Police : পুলিশ কর্মীদের জন্য সুখবর, ৮ সিসিএল ও ২ স্পেশ্যাল লিভ ঘোষণা সরকারের
এই প্রসঙ্গে তাঁরা আইনি পথেও হাঁটছেন। DA ঐচ্ছিক, বাধ্যতামূলক নয়, সেই বার্তাও দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৩০ তারিখ রাজ্য সরকারি কর্মীদের অ্যাকাউন্টে এই বর্ধিত DA ঢুকেছে। এদিকে ফেব্রুয়ারি মাসের ৫ তারিখ এই মামলাটির শুনানি হতে পারে সুপ্রিম কোর্টে। স্বাভাবিকভাবেই DA মামলায় সুপ্রিম কোর্ট ঠিক কী নির্দেশ দেয়? সেই দিকে তাকিয়ে সকলেই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version