জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জাতীয় পর্যায়ে ১২ বছর ট্রফি জিতেছে ইস্টবেঙ্গল। তবে কলিঙ্গ সুপার কাপ (Kalinga Super Cup 2024) অতীত। কার্লেস কুয়াদ্রাতের পাখির চোখ এখন ইন্ডিয়ান সুপার লিগ (ISL)। ভারতসেরা হওয়ার দৌড়ে তাঁর মশালবাহিনী। কলিঙ্গ সুপার কাপ শেষ হওয়ার পরেই স্প্যানিশ মিডফিল্ডার বোরহা হেরেরা (Borja Herrera) জার্সি বদলে ফেলেন। তিনি পাড়ি দেন এফসি গোয়ায় (FC Goa)। সুপার কাপ জয়ী আরও এক নক্ষত্র এবার ইস্টবেঙ্গল ছাড়লেন। লেসলি ক্লডিয়াস সরণি ছেড়ে ইস্পাতনগরী চলে গেলেন জ্য়াভিয়ার সিভেরিয়ো (Javier Siverio)। তিনি যোগ দিলেন এফসি গোয়ায়। ক্লেটন সিলভা (Cleiton Silva) ও নন্দকুমারের (Nandha Kumar) পাশে আর নেই স্প্য়ানিশ ফরোয়ার্ড। তবে লাল-হলুদ কালবিলম্ব করল না। সিভেরিয়োর বিদায়ঘণ্টা বাজতেই, ইস্টবেঙ্গল তাদের নতুন স্ট্রাইকার ফেলিসিয়ো ব্রাউন ফোর্বসের (Felicio Brown Forbes) আগমনী বার্তা দিয়ে দিল।

আরও পড়ুন: Meet Divya Deshmukh: যৌনতার ‘শাপে’ বিদ্ধ দেশের দাবা-নক্ষত্র দিব্যা!

কে এই ফেলিসিয়ো? কী তাঁর বায়োডেটা? জার্মানির বার্লিনে জন্মানো ছ’ফুট দুই ইঞ্চির স্ট্রাইকার খেলেন কোস্তা রিকা জাতীয় দলের হয়ে। ৩২ বছরের ফরোয়ার্ডচিনা সুপার লিগের দল কুইনগাডো হাইনিউ এফসি থেকে এসেছেন। ক্লেটনদের হেড মাস্টার কুয়াদ্রাত খুশি ফেলিসিয়োকে পেয়ে। স্প্যানিশ কোচ বলেন, ‘ফেলিসিয়ো দারুণ শক্তিশালী স্ট্রাইকার। ইউরোপের প্রথম সারির লিগ খেলার পাশাপাশি এশিয়ান ফুটবলে খেলার বিপুল অভিজ্ঞতা রয়েছে। চিনা সুপার লিগে কুড়ির উপর গোল করেছে। কয়েক সপ্তাহ আগেই চিনে মরসুম শেষ করেছে। ফলে ও তৈরি হয়েই আমাদের সাহায্য় করতে আসছে।’

ফেলিসিয়ো ইস্টবেঙ্গলে যোগ দিয়ে বলেন, ‘আমি ভারতে ইস্টবেঙ্গলের মতো একটি আইকনিক ক্লাবে খেলতে পেরে রোমাঞ্চিত। আমার নতুন দল সম্প্রতি সুপার কাপ জিতেছে, জয়ের জন্য় আমার শুভেচ্ছা রইল। আমি আশা করি আইএসএলের দ্বিতীয় পর্যায়ে দলে আমার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে, ইস্টবেঙ্গলের বিরাট ফ্যানবেসকে খুশি করতে পারব। জয় ইস্টবেঙ্গল।’ গামী ৩ ফেব্রুয়ারি সল্টলেক স্টেডিয়ামে ফের একবার ইস্ট-মোহন দ্বৈরথ। দেখা যাক তার আগেই ফেলিসিয়োর রেজিস্ট্রেশন ও মেডিক্য়াল ইস্টবেঙ্গল করাতে পারে কিনা!

আরও পড়ুন: East Bengal: মেসির সঙ্গে খেলা পেপের ছাত্র এবার লাল-হলুদে! ডার্বির আগেই কি আসছেন মশাল জ্বালাতে?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp)

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version