জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইডেন গার্ডেন্সে মুম্বইয়ের বিরুদ্ধে, চলতি রঞ্জি মরসুমের দ্বিতীয় হোম ম্য়াচ খেলছেন মনোজ তিওয়ারিরা। টস জিতে পৃথ্বী শ’দের ব্য়াট করতে পাঠিয়ে ছিলেন মনোজরা। প্রথমে ব্য়াট করে মুম্বই ৪১২ রান খাড়া করেছিল বাংলার সামনে। ঝোড়ো হাফ-সেঞ্চুরির ইনিংস খেলেন সূর্যাংশ শেজ, শিবম দুবে ও তনুষ কোটিয়ান। বাংলার হয়ে সুরজ সিন্ধু জয়সওয়াল একাই তুলে নেন ৬টি উইকেট।
আরও পডুন:
নিজেদের ডেরায় বাংলা প্রথম ইনিংস শেষ হয়ে যায় মাত্র ১৯৯ রানে। বাংলা ২০০টি রানও করতে পারল না। আর এই রানের মধ্য়ে ১০৮ রানই অনুষ্টুপ মজুমদারের। বাংলা যতবারই বিপদে পড়েন, ততবারই ‘ক্রাইসিস ম্য়ান’ হিসেবে উত্তীর্ণ হন অনুষ্টুপ। দলকে বুঝিয়ে দেন বারবার যে, তিনি ছিলেন এবং আছেন। অনুষ্টুপ ধৈর্য এবং সংযমের পরিচয় দিয়ে ১২৭ বলে অপরাজিত ১০৮ রানের ইনিংস খেলেন। মারেন ১২টি চার ও তিনটি ছয়। অনুষ্টুপ ছাড়া একজন ব্য়াটারের স্কোরও বলার মতো নয়। বাংলার প্রথম ইনিংস শেষ হতেই দ্বিতীয় দিনের খেলা শেষ হয়ে যায়। আগামিকাল অর্থাৎ ইডেনে বাংলাকে ফলো-অন করায় কিনা মুম্বই। বাংলা পিছিয়ে রয়েছে ২১৩ রানে।
আরও পড়ুন:: সুরজ বিস্ফোরণে অসমকে উড়িয়ে গুয়াহাটিতে জয়ধ্বজা ওড়াল বাংলা
রঞ্জি অভিযানের শুরুতেই হোঁচট খেতে হয়েছিল বাংলাকে! বিশাখাপত্তনমে মনোজ তিওয়ারি অ্যান্ড কোংয়ের ঝুলিতে এসেছিল মাত্র এক পয়েন্ট। অন্ধ্রপ্রদেশের সঙ্গে ড্র করেছিল বাংলা। দ্বিতীয় ম্য়াচে বাংলা মুখোমুখি হয়েছিল উত্তরপ্রদেশের। তবে অন্ধ্রের বিরুদ্ধে যেটা করতে লক্ষ্মীরতন শুক্লার শিষ্যরা ব্য়র্থ হয়েছিলেন, সেটাই উত্তরপ্রদেশের বিরুদ্ধে তাঁরা করেছিলেন। অর্থাৎ প্রথম ইনিংসে লিড নেওয়ার সুবাদে ড্র করেও পকেটে এসেছিল তিন পয়েন্ট। তৃতীয় ম্য়াচে বাংলা খেলেছিল ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে। ছত্তীসগঢ়ের বিরুদ্ধে ড্র করে আসে এক পয়েন্ট। মুম্বইয়ের বিরুদ্ধে খেলার আগে বাংলা খেলেছিল অসমের বিরুদ্ধে। অসমকে উড়িয়ে জয়ধ্বজা উড়িয়েছিল বাংলা ব্রিগেড।
আরও পড়ুন: বিধ্বংসী বুমরায় বিপাকে ব্রিটিশরা, ইতিহাসের পাতায় মহানক্ষত্র, কেমন কাটল দিন!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp)