পুত্র এবং কন্যার জন্মদিন উপলক্ষে পার্টি রেখেছিলেন করণ জোহর। যশ এবং রুহির জন্য ছিল মেগা পার্টি। আর সেখানেই হাজির হয়েছিলেন এক গুচ্ছ বলি তারকা। করণ জোহরের পার্টি বলে সেখানে ছিল চাঁদের হাট। সেখানে দেখা মিলেছে রানি মুখার্জি, নেহা ধুপিয়ার। একেবারে কুল অ্যান্ড ক্য়াজুয়াল লুকে করণ পুত্র কন্যার বার্থডে পার্টিতে হাজির হয়েছিলেন রানি মুখার্জি। চিত্র সাংবাদিকদের আবদারে দাঁড়িয়ে পোজও দিলেন রানি। পুত্র-কন্যা এবং অঙ্গদের সঙ্গে পার্টতে হাজির হয়েছিলেন নেহা ধুপিয়া। একসঙ্গে ফুল ফ্যামিলি দাঁড়িয়ে দিলেন পোজ। তবে মুখ কিছুতেই দেখাল না নেহা কন্যা। ক্য়ান্ডির আড়ালে লোকালো নিজের মুখ। পুত্র-কন্যার বার্থডে পার্টি বলে কথা বেজায় অতিথি অ্যাপায়ন করতে বেজায় ব্যস্ত ছিলেন করণ জোহর। তবে তারই ফাঁকে ধরা দিলেন আমাদের ক্যামেরায়। দাঁড়িয়ে হাসি মুখে দিলেন পোজও।