লোকসভা নির্বাচনের ঠিক আগে তিনটি সরকারি কমিটি থেকে ইস্তফা দিয়েছেন ঘাটালের সাংসদ দেব। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট শেয়ার করেন তিনি। যেখানে তিনি লেখেন, ‘ফিউ মোর আওয়ার্স।’এই নিয়ে চর্চার মধ্যেই একটি অডিয়ো ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এই অডিয়োটির সত্যতা যাচাই করেনি এই সময় ডিজিটাল।

এই অডিয়ো ক্লিপে এক ব্যক্তি ফোনে বলছেন, ‘আমি দিদিকে বলেছি দেব আমার থেকে কাজের জন্য ৩০ শতাংশ কমিশন চাইছে। আমি দিদিকে সব বলেছি। দিদি জানেন তারপরেও ওকে সাপোর্ট করেছেন। কেন ওকে আমাদের রাজনীতিতে প্রয়োজন, এখানে সততা বলে কিছু নেই কারও কাছে। এখানে যে যত চুরি করতে পারবে সেই হিরো। কলকাতায় কোটি কোটি টাকা পৌঁছতে পারবে তারা সত্যি সত্য়ি রাজনীতির জায়গায় গিয়েছে।’

এই অডিয়ো ক্লিপের সত্যতা যাচাই করেনি এই সময় ডিজিটাল। এই নিয়ে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে তৃণমূল। বিষয়টি নিয়ে দিল্লিতে তাঁকে প্রশ্ন করা হলে দেব বলেন, ‘আমার উপর কিছু নির্ভর নয়। দলকে এই বিষয়ে যা বলার বলে দিয়েছি। যে অডিয়ো ক্লিপটি ভাইরাল হয়েছে সেই মোতাবেক দিদি আর ওর কিছু কথা হয়। এর উত্তর দিদিই দেবেন। এই প্রসঙ্গে আমার কিছু বলার নেই।’ অর্থাৎ ভাইরাল অডিয়ো বিতর্কে মুখ খুলেছেন দেব। কিন্তু, স্পষ্ট করে তিনি কোনও মন্তব্য করতে চাননি। এই ভাইরাল অডিয়ো ক্লিপের কণ্ঠস্বর শংকর দলুইয়ের বলে দাবি অনেকেরই।

এই প্রসঙ্গে শংকর দলুই বলেন, ‘আমি অডিয়ো ক্লিপের সত্যি বা মিথ্যা যাচাই না করে এই নিয়ে কোনও মন্তব্য করব না। আমার সঙ্গে দেবের কোনও ঝগড়া নেই। এই নিয়ে কোনও মন্তব্য করব না। যাচাইয়ের প্রসঙ্গ এখনও রয়েছে। এখন তো কণ্ঠস্বর নকল করা যায়। যিনি বিপরীতে যিনি রয়েছেন তিনি তো হু হাঁ করছেন। এতে তো সন্দেহ জন্মায়। কারও সঙ্গে কথা বললে তাঁর কথাও তো থাকবে! এটা তো স্পষ্ট হয়নি। দেবের বিরুদ্ধে কোনও রাগ অভিমান নেই।’ চক্রান্তের ইঙ্গিত দিয়েছেন তিনি।

Dev Resign : লোকসভার আগেই ৩ কমিটি থেকে ইস্তফা, দেবকে নিয়ে তুঙ্গে জল্পনা
অন্যদিকে, দেবের প্রতিনিধি রাম মান্না বলেন, ‘এই বিষয়ে যা বলার দল বলবে। যাঁর কণ্ঠস্বর তিনিই বলতে পারবেন। এই নিয়ে কথা হয়েছে দেবের সঙ্গে। তিনি জানতে চেয়েছিলেন। তিনি দলকে জানিয়েছেন। যা বলার দল বলবে।’ উল্লেখ্য, বুধবার নিজের ইনস্টাগ্রামে একটি স্টোরি পোস্ট করেন দেব। সেখানে তিনি লেখেন, ‘ফিউ মোর আওয়ার্স’। সব মিলিয়ে দেবকে নিয়ে জল্পনা ক্রমশ বাড়ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version