ভোরের দিকে হালকা ঠান্ডা। বেলা বাড়লেই পারদ ঊর্ধ্বমুখী। সন্ধ্যার পর থেকে আবার তাপমাত্রা কিছুটা নামছে। আবহাওয়ার এই খামখেয়ালিপনায় সমস্যায় পড়তে হচ্ছে শহরবাসীকে। এরকম আবহাওয়া আর কতদিন থাকবে? নতুন করে বৃষ্টির সম্ভাবনা আছে? শীত কি আবার কামব্যাক করবে? জেনে নিন, আবহাওয়ার আপডেট।

চলতি সপ্তাহে এরকম আবহাওয়া আরও কিছুদিন চলবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। সূর্য ওঠানামার উপর একরে পারদ অনেকটাই ওঠানামা করবে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শীতের বিদায় আসন্ন। তবে আগামী কিছুদিন সন্ধ্যার পর থেকে তাপমাত্রা কিছুটা নামবে। সকাল ও সন্ধ্যায় শীতের আমেজ থাকলেও বেলায় তাপমাত্রা বাড়বে। এর সঙ্গে অবশ্য উত্তর পশ্চিমের শীতল হাওয়া থাকবে।

কলকাতার আবহাওয়া কেমন থাকবে?

বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রির কাছাকাছি। তবে আগামী তিনদিন সন্ধ্যায় তাপমাত্রা আরও কিছুটা নামবে। শনিবার পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা ১৩ – ১৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নামতে পারে। সকালের দিকে কুয়াশা থাকবে বিক্ষিপ্ত ভাবে। বেলা বাড়লে কুয়াশার প্রভাব কেটে যাবে। নতুন করে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী ১৫ তারিখ পর্যন্ত তাপমাত্রা ওঠা নামা করবে।

কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সপ্তাহের শেষে গড় তাপমাত্রা কিছুটা কমতে পারে। শুক্রবার রাত থেকেই সামান্য পারদ পতন হবে দক্ষিণবঙ্গে। হাওয়া অফিস জানিয়েছে, বুধবার গড় তাপমাত্রা ১ ডিগ্রির সেলসিয়াস কমেছে। আগামী দুইদিন তাপমাত্রার আরও কিছুটা নামতে পারে। আগামী বৃহস্পতিবারের পর থেকে পারদ ঊর্ধ্বমুখী হবে। হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া জেলায় শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। ১৪ তারিখের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

বিদায় বেলায় ফের একবার খেল দেখাবে শীত! নজরে আজকের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?

উত্তরবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার খুব একটা পরিবর্তন হবে না। দার্জিলিং জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার জেলায় শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। মালদা , দুই দিনাজপুর জেলাতেও শুষ্ক আবহাওয়া থাকবে। আগামী ১৪ ফেব্রুয়ারির পর থেকে আবহাওয়ার দীর্ঘমেয়াদি পরিবর্তন হতে পারে। আগামী শুক্রবার পর্যন্ত সকালের দিকে উত্তরের জেলাগুলিতে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া থাকবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version