পাশাপাশি, কেন্দ্রীয় বকেয়া মেটানোর জন্য এদিন বাজেট বরাদ্দ করা হয়েছে। রাজ্যের বিভিন্ন জেলার একশো দিনের শ্রমিকদের বকেয়া মেটাতে এদিন মোট ৩৭০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ইতিমধ্যেই রাজ্য সরকার সমস্ত জেলাশাসক এবং বিডিওদের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ২১ ফেব্রুয়ারির মধ্যে সেই টাকা মিটিয়ে দেওয়ার কথা জানানো হয়েছে। তবে ঠিক কত পরিমাণ টাকা এই খাতে বরাদ্দ করা হচ্ছে, সেটা ঘোষণা করা হয়নি আগে। বাজেট ঘোষণার মাধ্যমে এই খাতে বরাদ্দের পরিমাণ জানিয়ে দেওয়া হল।
উল্লেখ্য, গত কয়েক বছর ধরে ১০০ দিনের প্রকল্প নিয়ে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের টানাপোড়েন চলছে। সেখানে একশো দিনের টাকা বকেয়া রয়েছে বলে কেন্দ্রের বিরুদ্ধে ইতিমধ্যে ধরনা কর্মসূচি শুরু করেছে রাজ্যের শাসক দল।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই এই একশো দিনের কাজের বকেয়া মেটানোর ব্যাপারে নতুন ঘোষণা করেছেন। তিনি জানিয়ে দিয়েছিলেন, কেন্দ্রীয় সরকার প্রাপ্য অর্থ না দিলেও রাজ্য সরকার অর্থ প্রাপকদের টাকা আগামী ২১ ফেব্রুয়ারির মধ্যে মিটিয়ে দেবে। সেইমতো নবান্ন কাজ শুরু করে দিয়েছে। এবার রাজ্যের তরফে সারা বছরে ৫০ দিনের কাজ দেওয়ার জন্য নতুন করে এই প্রকল্পের কথা ঘোষণা করে কেন্দ্রকে জবাব দিতে চাইলেন মুখ্যমন্ত্রী বলে ধারণা রাজনৈতিক মহলে।
একশো দিনের প্রকল্পে বরাদ্দ নিয়ে ইতিমধ্যে একাধিক আন্দোলন করে এসেছে রাজ্যের শাসক দল। দিল্লি থেকে শুরু করে রাজভবন সব জায়গাতেই আন্দোলনের রেশ ছড়িয়ে দেওয়া হয়। এই প্রকল্পে মানুষের বঞ্চনাকে রাজনৈতিক হাতিয়ার করতে তৎপর শাসক দল। সেই কারণেই, এবার রাজ্যের শ্রমিকদের জন্য এই নতুন প্রকল্পের কথা ঘোষণা করে ফায়দা তুলতে চাইছে শাসক দল বলেই ধারণা রাজনৈতিক মহলে।