আপাতত বীরভূম থেকে অনেকটাই দূরে রয়েছেন অনুব্রত মণ্ডল। তাঁর অবর্তমানে জেলায় দল যেন কেষ্টর কায়দাতেই চালানো হয়, সেই নির্দেশ দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই ফের একবার বীরভূমে পোস্টারে, ব্যানারে ফিরেছেন অনুব্রত মণ্ডল। কিন্তু, অনুব্রত মণ্ডলের জন্য আয়োজিত যজ্ঞে তাণ্ডব চালানোর অভিযোগ।

ঘটনাটি ঘটেছে নানুরে। অনুব্রত মণ্ডলের মঙ্গল কামনায় আয়োজিত যজ্ঞতে অংশগ্রহণ করার জন্য এবার তৃণমূল কর্মীদের উপর চড়াও হওয়ার অভিযোগ উঠল কিছু দুষ্কৃতীর বিরুদ্ধে। আর এই নিয়ে রাজনৈতিক টানাপোড়েন তৈরি হয়েছে। কে বা কারা এই ঘটনার নেপথ্য়ে রয়েছে? তা নিয়ে একাধিক নয়া তত্ত্ব উঠে আসছে। একদল দুষছে বিরোধীদের। অন্যদিকে, তৃণমূলের একাংশের দিকেই আঙুল তুলেছে আরও একটি অংশ।

অনুব্রত মণ্ডলের মঙ্গল কামনায় যজ্ঞের আয়োজন করা হয় বোলপুরে। আর সেই যজ্ঞে যোগদান করার জন্য এবার তৃণমূল কর্মীদের একাংশকে মারধরের অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে নানুরের বাইতারা গ্রামে।

বীরভূম জেলা পরিষদের প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষ কেরিম খানের অভিযোগ, ‘এদিন কেষ্টদার মঙ্গল কামনায় যে যজ্ঞের আয়োজন করা হয়েছিল সেখানে নানুরের কড্ডা অঞ্চলের বাইতারা গ্রাম থেকে বেশ কিছু লোকজন এসেছিল। তারা বাড়ি ফিরে যাবার পর আমাদের দলের বেশ কিছু লোক যাঁরা আগে এই তৃণমূল কর্মীদের ভয় দেখিয়েছিল তাঁরা হুমকি দেয়। গ্রামে ফিরে গেলে ওদের কপালে দুঃখ রয়েছে। গ্রামে ফিরে যাওয়ার পর কয়েকজনের হাত পা ভেঙে দেওয়া হয়। বেশ কিছু বাড়িও ভাঙচুর করা হয়। গোটা বিষয়টি আমি প্রশাসনকে জানিয়েছিলাম। তাঁরা ঘটনাস্থলে পৌঁছনোর আগেই যা হওয়ার হয়ে গিয়েছে।’

Trinamool Congress : বীরভূমে ফিরলেন অনুব্রত! জল্পনা তুঙ্গে

এই ঘটনার প্রেক্ষিতে এলাকায় তীব্র শোরগোল পড়েছে। উল্লেখ্য, গোরু পাচার মামলায় গ্রেফতার করা হয়েছে বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে। প্রথমে তিনি CBI-এর হাতে গ্রেফতার হন। এরপর দীর্ঘদিন তিনি আসানসোল সংশোধনাগারে ছিলেন। এরপর তাঁকে ED দিল্লি নিয়ে যায়।

আপাতত তিনি তিহাড়ে রয়েছেন। সম্প্রতি বীরভূম জেলা তৃণমূল নিয়ে একটি বৈঠক করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি বলেন, ‘অনুব্রত মণ্ডল অনুপস্থিত থাকলেও তাঁর কায়দাতেই চালাতে হবে দল।’ এরপরেই ফের একবার জেলার রাজনীতি তে কামব্যাক করেছেন অনুব্রত মণ্ডল। পোস্টারে ব্যানারে ফিরছেন তিনি। তাঁর মঙ্গলকামনায় নতুন করে যজ্ঞ নাম সংকীর্তণের হিড়িক পড়ে গিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version