ইংরেজি শিক্ষা নিয়ে নাম না করে পূর্বতন বাম সরকারকে নিশানা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ভবানীপুর মর্ডান স্কুলের উদ্বোধনে গিয়ে বর্তমা পড়ুয়াদের আরও বেশি সংখ্যাক ভাষা শিক্ষার ওপরে জোর দিলেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘৩৪ বছর ধরে একদমই ইংরেজি না পড়ে, যাঁরা আজ বড় জায়গায় কাজ করছে, তাঁরা ইংরেজিতে ভালো ড্রাফট করতে পারে না।’ এমনকী অনেক অফিসারকে নতুন করে ট্রেনিংও দিতে হচ্ছে বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।

মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পরেই শোরগোল পড়ে গিয়েছে বিভিন্নমহলে। এই প্রসঙ্গে সিপিএম নেতা রবীন দেবকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় তো ইংরেজি শিক্ষা ছিল, তাহলে তিনি যে ইংরেজি বলেন, সেটা ঠিক আছে তো? ৩৪ বছরে এরকম অনেকে আছে, যাঁরা ইংরেজিতে টপার হয়েছেন, এমনকী সর্বভারতীয়স্তরেও। এসব কথার কোনও মানে নেই। ওঁর দলে যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে নিয়েছেন, সে তো বামফ্রন্টের প্রোডাক্ট। ওঁকে জিজ্ঞাসা করুন না, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ইংরেজি জানে কি?’

প্রসঙ্গত, মাস খানেক আগেও একটি অনুষ্ঠানে বামফ্রন্ট আমলের শিক্ষা ব্যবস্থা নিয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় তিনি বলেন, ‘অনেকে আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে অবজ্ঞা করেন, বাংলা মিডিয়ামের ছেলেমেয়েরা ভালো ইংরেজি বলতে না পারলে অবহেলা করা হয়, বাম আমলে ইংরেজি শিক্ষা তুলে দেওয়া হয়েছিল, আমরা এসে চালু করেছি।’

সেই অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, আজকের পড়ুয়াদের কী প্রয়োজন, মেধার কী প্রয়োজন, সেইটা গড়ে তোলা হচ্ছে। অনেক জায়গায় ইংরেজির প্রশিক্ষণও দেওয়া হচ্ছে। WBCS অফিসাররা একসময় যথাযথ ইংরেজি ড্রাফট করতে পারতেন না, এখন তাঁদের ব্রিটেনে পাঠানো হচ্ছে, তাঁরা প্রশিক্ষণ নিয়ে আসছেন। তিনি আরও বলেন, তৃণমূল কংগ্রেস সরকার ইংরেজি মাধ্যম স্কুল চালু করেছে, রাজ্যের পড়ুয়াদের ইংরেজিতে পোক্ত করার জন্য প্রশিক্ষণও দেওয়া হচ্ছে।
Mamata Banerjee News : ‘ফার্স্ট ইয়ারে স্কুলে পড়াতাম, মাইনে ছিল…’, স্মৃতিমেদুর মমতা

প্রসঙ্গত, ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ করতে দেখা গিয়েছে রাজ্য সরকারকে। একইসঙ্গে ছেলেমেয়েদের জীবনে প্রতিষ্ঠিত করতে, বিভিন্ন ধরণের ট্রেনিংয়েরও ব্যবস্থা হয়েছে। যার ফলে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার পথে আরও অনেকটা এগিয়ে যেতে পারছেন এই রাজ্যের ছেলেমেয়েরা। সেক্ষেত্রে একদিকে যেমন কারিগরী শিক্ষার ট্রেনিং দেওয়া হচ্ছে, তেমনই আবার ডব্লুবিসিএস পরীক্ষার জন্যও প্রশিক্ষণ দিচ্ছে রাজ্য সরকার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version