সন্দেশখালিতে পৌঁছলেন রাজ্যপাল বোস সি ভি আনন্দ। কেরলের সফর কাটছাঁট করে রাজ্যে ফিরেই সন্দেশখালি পৌঁছেছন রাজ্যপাল। গাড়িতে ধামাখালি গিয়ে সেখান থেকে লঞ্চে করে সন্দেশখালি পৌঁছন সি ভি আনন্দ বোস। এদিন গ্রামবাসীদের সঙ্গে কথা বলতে পারেন তিনি। এদিকে রাজ্যপালের সঙ্গে কথা বলা জন্য অপেক্ষায় রয়েছেন সন্দেশখালির মহিলারা।
যাওয়ার পথে দফায় দফায় বিক্ষোভের মুখে সি ভি আনন্দ বোস। ইতিমধ্যেই সন্দেশখালির কাছাকাছি পৌঁছে গিয়েছেন তিনি। এদিন মিনাখাঁ-মালঞ্চ হয়ে সন্দেশখালির পথে যাওয়ার সময় বিক্ষোভের মুখে পড়তে হয় রাজ্যপালকে। রাস্তা পাশে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন সাধারণ মানুষ। কোনও কোনও প্ল্যাকার্ডে ১০০ দিনের কাজের টাকার দাবি করা হয়েছে। একাধিক জায়গায় এই চিত্র দেখা যায়। মিনাখাঁয় বিক্ষোভের জেরে কিছু সময়ের জন্য দাঁড়িয়ে যায় রাজ্যপালের গাড়িও। রাজ্যপাল নিজে বিক্ষোভের কারণ জানতে চান। ধাপে ধাপে সরবেরিয়া, ধামাখালি পর্যন্ত বিভিন্ন জায়গায় এই একই ছবি দেখা যায়।
বিস্তারিত আসছে…