এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে মেদিনীপুরে দাঁড়িয়ে তিনি বলেন, ‘তৃণমূলের যেই প্রার্থী হোক সে রোগা হোক, মোটা হোক, কালো হোক, ফর্সা হোক, বেটে হোক, লম্বা হোক যেমনই হোক না কেন যে প্রার্থী হবে সে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচিত তাই তাকে যেন সকলে ভোট দিয়ে জয়যুক্ত করেন।’ তাঁর কথায়, ‘এই নির্বাচন কোন ব্যক্তিকে প্রতিষ্ঠিত করার নির্বাচন নয়। দলের ভেতরের সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে তৃণমূলের প্রতীকে যেই প্রার্থী হবে তাকেই যেন নির্বাচনে জয়যুক্ত করা হয়।’
আগামী ১০ মার্চ কলকাতার ব্রিগেডে জনগর্জন সমাবেশের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। মূলত, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার বিরুদ্ধে এবং লোকসভা নির্বাচনের আগে দলের কর্মী, সমর্থকদের বিশেষ বার্তা দিতেই এই সভার আয়োজন করা হয়েছে। সেই সভায় মূল বক্তা হিসেবে উপস্থিত থাকবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলা যায়, লোকসভা নির্বাচনের আগে প্রচারের সুর বেঁধে দেবেন তিনি এই সভা থেকেই।
ইতিমধ্যে
জেলায় জেলায় এই সমাবেশের জন্য প্রস্তুতি সভার আয়োজন শুরু হয়ে গিয়েছে। বিভিন্ন জেলা থেকে কর্মী, সমর্থক আনার জন্য প্রচার চলছে। পশ্চিম মেদিনীপুর জেলা থেকেও সব কটি লোকসভা আসন জেতার লক্ষ্যমাত্রা নিয়েছে তৃণমূল কংগ্রেস। মেদিনীপুরে জনগর্জন সমাবেশের প্রস্তুতি সভায় যোগ দেন রাজ্য সভাপতি। সেখানেই তিনি জানান, দলে যেন কোনওভাবেই লোকসভা নির্বাচনের আগে গোষ্ঠী দ্বন্দ্ব না থাকে। নিজেদের মধ্যে মত পার্থক্য মিটিয়ে দলের হয়ে একসঙ্গে লড়াইয়ের আহ্বান জানান তিনি।