প্রসঙ্গত, সম্প্রতি প্রথম দফায় সারা দেশে ১৯৫ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। সেখানে বাঁকুড়া জেলার দু’টি লোকসভা কেন্দ্রের প্রার্থীদের নামও ঘোষণা করা হয়েছে। বাঁকুড়া আসনে ফের একবার প্রার্থী করা হয়েছে সুভাষ সরকারকে। আর বিষ্ণুপুর আসনে টিকিট দেওয়া হয়েছে সৌমিত্র খাঁকে। আর নাম ঘোষণার পর থেকেই জনসংযোগের কাজে নেমে পড়েছেন দুই প্রার্থী।
এদিকে সম্প্রতি বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁয়ের উদ্দেশে সাংসদ তহবিলের টাকার হিসেব দেওয়ার দাবি জানিয়েছেন তাঁর প্রাক্তন স্ত্রী তথা তৃণমূলের নেত্রী সুজাতা মণ্ডল। তিনি অভিযোগ করেন, ৫ বছরে সাংসদ তহবিলের মাত্র ১০ কোটি টাকা খরচ করেছেন সৌমিত্র খাঁ। আর বাকি ১৫ কোটি টাকা খরচ করতে পারেননি। একইসঙ্গে ওই ১০ কোটি টাকা কোথায় খরচ হয়েছে সেই হিসেবও চান তিনি। পালটা সৌমিত্র খাঁ অবশ্য সুজাতার এই দাবি পুরোপুরি খণ্ডন করে দিয়েছেন। তাঁর দাবি ২০ কোটি টাকার কাজ করা হয়েছে। সেক্ষেত্রে কে কী বললেন, তাতে কিছু যায় আসে না। অন্যদিকে এই বাঁকুড়া লোকসভা কেন্দ্রেও প্রচার শুরু করে দিয়েছেন সুভাষ সরকার। তুলে ধরেছেন উন্নয়নের খতিয়ান। এমনকী এইবারের ভোটে পৌনে ৪ লাখের ব্যবধানে তিনি জিতবেন বলেও দাবি করেছেন সুভাষ সরকার। এবার দেখার সুভাষ ও সৌমিত্রর বিপক্ষে কাদের টিকিট দেয় তৃণমূল কংগ্রেস।