রোবোটিক মেশিন দিয়ে হবে নর্দমা পরিষ্কার। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এরকমই ব্যবস্থা করতে চলেছে হাওড়া পুরসভা। ম্যানহোলের মধ্যে শ্রমিকদের প্রবেশ করিয়ে পরিষ্কারের কাজ করানোর পেছনেই অনেকটাই ঝুঁকি থেকে যায়। সেই কারণেই এবার রোবোটিক ম্যানহোল পরিষ্কার মেশিনের ব্যবস্থা করল হাওড়া পুরসভা। পুরসভার এই নতুন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ নাগরিকরা।হাওড়া পুরসভা রাজ্যে প্রথম ব্যান্ডিকুট রোবোটিক স্ক্যাভেঞ্জার নিয়ে আসার ব্যবস্থা হল। এবার থেকে নর্দমার ময়লা পরিষ্কারে এই রোবট ব্যবহার করা হবে। আজ, বুধবার এর শুভ সূচনা করা হয় হাওড়া পুরসভার ২০ নম্বর ওয়ার্ডে। উপস্থিত ছিলেন পুর প্রশাসক সুজয় চক্রবর্তী, পুর কমিশনার মহান্তি সহ অন্যান্য আধিকারিকরা। পুরসভার এই প্রয়াসে খুশি নাগরিকরা।

এতদিন নর্দমার ময়লা পরিষ্কার করতে মেশিন ছাড়াও জঞ্জাল বিভাগের কর্মীদের সাহায্য নিতে হতো। যারা নর্দমার ম্যানহোল খুলে ভিতরে গিয়ে ময়লা তুলতেন। যা স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক। এমনকি তাঁদের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। পুর প্রশাসক সুজয় চক্রবর্তী জানান, রাজ্যে হাওড়া পুরসভায় প্রথম এই ব্যান্ডিকুট রোবোট ব্যবহার করা হচ্ছে কোনও পুরসভায়। একটি বেসরকারি সংস্থাকে এর দায়িত্ব দেওয়া হয়েছে। নর্দমার ময়লা তাড়াতাড়ি পরিষ্কার করা গেলে জল জমার সমস্যা দূর হবে। এই পদ্ধতি সফল হলে রোবটের ব্যবহার বাড়ানো হবে।

এর আগে কলকাতা পুরসভায় এলাকায় এই রোবোটিক ম্যানহোল পরিষ্কার করার মেশিনের জন্য উদ্যোগ নেওয়া হয়। কিছুদিন আগেই নিউটাউনের তিনটি এলাকায় এই মেশিনের ব্যবস্থা করা হয়। নর্দমা পরিষ্কারের কাজ করার জন্য এই রোবটগুলি কেনা হয়। এক একটি রোবটের দাম ৩৪ লাখ টাকা বলে জানা যায়। জেনারেটরের সাহায্যে রোবটগুলি চালানো হবে বলে জানানো হয়েছে। যদিও, রোবট চালানোর জন্য অতিরিক্ত খরচ রয়েছে। তবে আগামী দিনে অনেকটাই কম খরচে এই রোবটের সাহায্যে পরিষ্কার করা সম্ভব হবে বলে জানিয়েছেন আধিকারিকরা।

Uluberia Stadium : নবরূপে সজ্জিত উলুবেড়িয়া স্টেডিয়ামের উদ্বোধন শনিবার, খুশির হাওয়া ক্রীড়া মহলে
তবে হাওড়া পুরসভা এলাকায় এর আগে এরকম ব্যবস্থা নেওয়া হয়নি। দীর্ঘদিন ধরেই এই রোবোটিক পদ্ধতিতে নর্দমা বা ম্যানহোল পরিষ্কার করার জন্য উদ্যোগ নেওয়া শুরু হয়েছিল। অবশেষে, বুধবার সেই মেশিন এনে কার্যক্রম শুরু করার উদ্যোগ নেওয়া হয়। পুরসভার তরফে জানানো হয়েছে, পুরসভার কর্মীদের ম্যানহোল নামিয়ে পরিষ্কার করানোর জন্য অনেকটাই ঝুঁকি থাকতো। সেটার আর কোনও সম্ভাবনা নেই এই নতুন মেশিনের জন্য।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version