সদ্য প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ তৃণমূল নেত্রী সায়নী ঘোষের। বৃহস্পতিবার বাঁকুড়া হিন্দু হাই স্কুল মাঠে জেলা যুব তৃণমূলের রক্তদান শিবির ও দলের জন গর্জন সভার প্রস্তুতি মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই কথা বলেন। সরাসরি নাম না উল্লেখ করে তিনি এদিন বলেন, ‘যতগুলো রায় দিয়েছেন তার আগে গোমূত্র দিয়ে গার্গেল করে নিতেন। তারপর একটা একটা করে বাণী দিতেন। তার জন্যই আজ বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদছে। এতদিন আপনি মানুষের বিচার করতেন, এবার মানুষ আপনার বিচার করবে। মাঠে নামুন, এই মাঠেই খেলা হবে।’এখানেই শেষ নয়, তিনি আরও বলেন, ‘অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভোটে লড়লে জামানত বাজেয়াপ্ত করেই বিতাড়িত করা হবে।’ সায়নী ওই মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে উপস্থিত তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘বিজেপিকে ভয় পাবেন না, ভয় দেখাবেন। তিনি তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি হাজারো অভিযোগ তুললেও কোনও প্রমাণ দেখাতে পারেননি।’

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়েও সায়নী ঘোষের আক্রমণের কেন্দ্র বিন্দুতে ছিলেন সদ্য প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচার ব্যবস্থার কলঙ্ক। বিচার ব্যবস্থার নাম করে আড়াল থেকে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার কাজ করেছেন।’ বিজেপির প্রতি আকৃষ্ট হয়ে বা বিজেপিকে আকৃষ্ট করার জন্য ওই রায় তিনি দিচ্ছিলেনবলে সায়নী দাবি করেন।

বাম-কংগ্রেস জোট নিয়ে প্রশ্ন করা হলে সায়নী ঘোষ বলেন, ‘ওনারা শূণ্যে আছেন, এবার মাইনাসে যাবেন’। ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভায় কি ইণ্ডিয়া জোটের শরিকরা থাকছেন? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তিনি জোটে আছেন। বাকি সব হিসেবভোটের পরে হবে।’ বাম-কংগ্রেস জোট নিয়ে প্রশ্ন করা হলে সায়নী ঘোষ বলেন, ‘ওরা শূন্যে আছে, এবার মাইনাসে যাবে।’

Mamata Banerjee : অভিজিৎ গঙ্গোপাধ্যায় ‘অপরচুনিস্ট’, মন্ত্রিসভার বৈঠকে মন্তব্য মমতার

পাশাপাশি তৃণমূল বিধায়ক তাপস রায়ের বিজেপিতে যোগ দেওয়া নিয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘তাপসদার দল ছেড়ে যাওয়া অত্যন্ত দুঃখের। লোকসভা ভোটের আগে ওঁর দলছাড়া যুব সম্প্রদায়ের কাছে ভালো উদাহরণ হতে পারে না। তবে কোনও বাধ্যবাধকতার কাছে হেরে গিয়েছেন মনে হয়। বিজেপির ওয়াশিং মেশিন তো সব সময় চালু থাকে। কে কখন ঢুকবে সেটাই এখন দেখার। উল্লেখ্য, অভিজিৎ গঙ্গোপাধ্যায় বৃহস্পতিবার যোগদান করেন বিজেপিতে। তিনি কি লোকসভায় লড়বেন? তা নিয়ে উঠছে প্রশ্ন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version