১৩ বছর পর পূর্ব মেদিনীপুরের কাঁথিতে লাল পতাকা। কাঁথি শহরের স্কুল মাঠে বামফ্রন্টের কর্মীসভায় ভিড় হল ব্যাপক। সভায় যোগ দিতে দেখা গেল কয়েক হাজার কর্মী সমর্থককে। আর সেই সভা থেকে কেন্দ্রের বিজেপি সরকার ও রাজ্যের তৃণমূল সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করলেন বাম নেতৃত্ব। সভা থেকে সিপিএম-এর প্রাক্তন রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বলেন, ‘দিল্লির কোলে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় – অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর রাজ্যের তৃণমূল কংগ্রেসের কোলে রয়েছেন শুভেন্দু অধিকারী। দিল্লিতে বিজেপি সরকার যেদিন চলে যাবে, রাজ্যের তৃণমূল সরকার থরথর করে কাঁপবে।’ একইসঙ্গে সিপিএম তথা বামেদের প্রার্থী তালিকা কবে প্রকাশিত হবে, সেই ইঙ্গিতও দিলেন সূর্যকান্ত মিশ্র। যদিও সিপিএম-এর এই সভাকে একেবারেই গুরুত্ব দিতে নারাজ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ও বিরোধী দল বিজেপি।এদিন কংগ্রেসের সঙ্গে জোট হবে কি না, এবং প্রার্থী তালিকা কবে ঘোষণা হতে পারে সেই প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে সূর্যকান্ত মিশ্র বলেন, ‘কংগ্রেসের সঙ্গে কী হবে জানি না, রবিবার আমি যাচ্ছি দিল্লতে। পলিটব্যুরোর মিটিং আছে। সোমবার রাতের মধ্যে ফিরব, তার মধ্যে যা হওয়ার হয়ে যাবে।’ এর পরেই মহম্মদ সেলিমের মুর্শিদাবাদ থেকে প্রার্থী হওয়ার সম্ভাবনা নিয়ে এক প্রশ্নের উত্তরে সূর্যকান্ত বলেন, ‘এখন প্রার্থী তালিকা হচ্ছে না, দিল্লি যাচ্ছি। এটা তো খালি পশ্চিমবাংলার নির্বাচন নয়, সারা দেশের ব্যাপার ঠিক করতে হয়, পলিটব্যুরোর মিটিং আছে, সেখান থেকে যা ঘোষণা হওয়ার হবে। তারপর আমাদের বামফ্রন্টের আছে…।’

সভা থেকে রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেন বাম নেতারা। প্রাক্তন মন্ত্রী ও সিপিএমের রাজ্য নেতা সূর্যক্রান্ত মিশ্র বলেন, ‘কর্মীসভা জনসভায় পরিণত হয়েছে।’ রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তোলেন সূর্যকান্ত, বলেন, ‘কেন্দ্রীয় সরকার সব জায়গাতেই বেসরকারিকরণ করে দিচ্ছে। আদানি ও আম্বানি প্রশ্ন তোলোন! দিল্লিতে বিজেপি যেদিন চলে যাবে, সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের থরথর করে কাঁপবেন! তৃণমূল বিজেপি দুটোই একে অপরের পরিপূরক। কখন কে কোন দিকে জানতেই পারবেন না! দিল্লির কোলে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় – অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর রাজ্যের তৃণমূল কংগ্রেসের কোলে রয়েছেন শুভেন্দু অধিকারী।’

শনিবার কাঁথি শহরে ক্ষেত্রমোহন স্কুল মাঠে ওই কর্মীসভার আয়োজন করা হয়। সেই সভায় যোগ দেন হাজার হাজার কর্মী সমর্থক। সভায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সিপিএম-এর প্রাক্তন রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য তথা প্রাক্তন বিধায়ক ইব্রাহিম আলি, প্রাক্তন মন্ত্রী অনাদি সাহু, পূর্ব মেদিনীপুর সিপিএম-এর জেলা সম্পাদক নিরঞ্জন সিহি, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য হিমাংশু দাস সহ অন্যান্যরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version