তিনি যুক্তিকে অস্ত্র বানিয়েই এতটা কাল কর্মপথ প্রশস্ত করেছেন। তাঁরই একের পর এক কলমের খোঁচায় তোলপাড় উঠেছে রাজ্য রাজনীতিতে। অবাধ পারাপারের রাজনীতির ভাসমান তটে তিনি জনপরিসরে বলিষ্ঠ ছাপ। একসময়ে দুর্নীতির কালগহ্বরে পা মেলাবেন না বলেই ছেড়েছিলেন সরকারি চাকরি। বর্তমান পরিচয়ে তিনি বিজেপি সদস্য ও পদত্যাগী বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রশংসা, সমালোচনা, বিস্তর জলঘোলা পেরিয়ে একবার ঘুরে আসার যাক তাঁর পথ চলায়…
Source link