কবি সুভাষ – বিমানবন্দর মেট্রো রুটের কাজ চলছে। তার জন্য ই এম বাইপাসের ওপর টেগর পার্ক এলাকায় কয়েক মাসে আগে বাইপাসের একটি লেনকে সাময়িক ভাবে বন্ধ করা হয়। যার জেরে নির্দিষ্টি জায়গায় বিধাননগরমুখী যানবাহনগুলিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছিল। অবশেষে সেই বন্ধ রাস্তা এবার খুলে দেওয়া হল। বুধবার থেকেই সেই জায়গা দিয়ে গাড়ি চলাচল শুরু হয়ে হয়ে গিয়েছে। এর ফলে বেশ খানিকটা সুবিধা হল গাড়িচালক ও নিত্যযাত্রীদের। এখন আর নির্দিষ্ট ওই জায়গা দিয়ে যানবহনগুলিকে ঘুরে যেতে হচ্ছে না। ফলে আরও সহজে যেতে পারেছে বিধাননগরমুখী যানবাহনগুলি।প্রসঙ্গত, গত সেপ্টেম্বর মাসে টেগর পার্কের কাছে ১৬৬ এবং ১৬৭ নম্বর পিয়ারের মধ্যে ৭৬ মিটার দীর্ঘ স্টিলের গার্ডার তৈরির জন্য ই এম বাইপাসের এই রাস্তা বন্ধ রাখার অনুমতি দেয় কলকাতা ট্রাফিক পুলিশ। এই সংক্রান্ত অনুমতি দেওয়া হয়েছিল রেল বিকাশ নিগম লিমিটেডকে। ওই অনুমতিপত্রে ১৬৩ নম্বর পিয়ারের কাছে লস্করহাট কালভার্টের দক্ষিণ প্রান্ত থেকে ইস্টার্ন মেট্রোপলিটন বাইসের পশ্চিম দিকের রাস্তা বন্ধ রাখার অনুমতি দেওয়া হয়। যার জেরে ওই অঞ্চলে যানবাহনগুলিকে ডাইভারশান করা হয়। এই কাজ চলাকালীন রুবি ক্রসিং থেকে ভিআইপি বাজার পর্যন্ত রাস্তায় আলোর পরিমান বাড়িয়ে দেওয়া হয় রেল বিকাশ নিগম লিমিটেডের পক্ষ থেকে। এছাড়াও রাখা হয় গার্ডরেল।

প্রসঙ্গত, শহর কলকাতার উত্তর এবং দক্ষিণ অংশের মধ্যে যোগাযোগ রাখার ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা হল এই ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস। সেক্ষেত্রে রুবি মোড় থেকে ভিআইপি বাজার পর্যন্ত এলাকায় একটি লেন বন্ধ থাকার কারণে ব্যাপক যানজটের আশঙ্কা করা হয়। এমনকী দিনের ব্যস্ত সময়ে মাঝে মধ্যে যানজটে ভুতেও হয়েছে নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষকে।

উল্লেখ্য, কবি সুভাষ থেকে বিমানবন্দর পর্যন্ত করিডোরের কাজ অত্যন্ত দ্রুত গতির সঙ্গে এগিয়ে নিয়ে যাচ্ছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ। ইতিমধ্যেই কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় অর্থাৎ রুবি মোড় পর্যন্ত মেট্রো সেকশনের উদ্বোধনও করা হয়েছে। আগামী শুক্রবার থেকে এই রুটে সাধারণ মানুষের জন্য মেট্রো চলাচলও শুরু হয়ে যাবে। এর ফলে এই অঞ্চলের মানুষের প্রভূত সুবিধা হবে বলেই আশাবাদী মেট্রোরেল কর্তৃপক্ষ। মেট্রো কর্তৃপক্ষ চেষ্টা চালাচ্ছে, যত দ্রুত সম্ভব গোটা করিডোরের কাজ সম্পন্ন করার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version