Pawan Singh : মন পাল্টে পবন এখন বইবেন কোন কেন্দ্রে? জল্পনা – bhojpuri singer pawan singh says will not contest in lok sabha polls


এই সময়: মন পাল্টেছে ভোজপুরি শিল্পী পবন সিং-এর! আসানসোলের প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা করেছিল বিজেপি। কিন্তু তৃণমূলের তীব্র আক্রমণের মুখে পড়ে প্রার্থী তালিকা ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই পবন নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানান, তিনি ভোটে লড়বেন না।দিন দশেক কাটতে না কাটতেই সিদ্ধান্ত বদল করলেন ওই ভোজপুরি শিল্পী। বুধবার পবন নিজের এক্স হ্যান্ডেলে ঘোষণা করেন, ‘আমার সমাজ, মানুষ এবং মায়ের কাছে যে কথা আমি দিয়েছি, তা রাখতে ভোটে দাঁড়াব। আপনাদের আশীর্বাদ ও সহযোগিতা চাই।’ তবে কোন আসন থেকে এবং কোন দলের হয়ে তিনি লড়তে চলেছেন, তার কোনও ইঙ্গিত নেই পবনের পোস্টে।

বিজেপিও তাঁকে আবার আসানসোল থেকেই দাঁড় করাবে কি না, তা নিয়েও সংশয় রয়েছে। বিজেপির প্রার্থী তালিকায় পবনের নাম দেখেই আসরে নেমে পড়ে তৃণমূল। দলের একাধিক নেতা-নেত্রী সোশ্যাল মিডিয়ায় পবনের বিভিন্ন ভিডিয়ো অ্যালবাম পোস্ট করে অভিযোগ তোলেন, ওই ভোজপুরি শিল্পী বাঙালি মেয়েদের অপমান করেছেন।

রাজ্যের শাসক দলের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, আসানসোলের বদলে রাজ্যের অন্য কোনও আসনে তিনি প্রার্থী হলেও একইরকম আক্রমণের মুখে পড়তে হবে বিজেপিকে। পরিস্থিতি বেগতিক বুঝে তড়িঘড়ি পবন নিজেই এক্স হ্যান্ডেলে পোস্ট করে নির্বাচনী লড়াই থেকে তাঁর সরে আসার কথা ঘোষণা করেন। পবনের এই ব্যাকফুটে চলে যাওয়াকে তৃণমূল নিজেদের সাফল্য হিসেবে প্রচারও করে।

কিন্তু বুধবার দুপুরের পর পবন-বিতর্ক ফের মাথাচাড়া দিয়ে উঠেছে বঙ্গ-রাজনীতিতে। কারণ, তিনি মন-বদল করে ভোটে লড়ার কথা ঘোষণা করেছেন। তবে আসানসোল থেকে যে পবন আর দাঁড়াচ্ছেন না, তা একরকম নিশ্চিত হয়ে গিয়েছে। ওই কেন্দ্রে বিজেপি এখনও বিকল্প প্রার্থীর হদিশ না পেলেও পবন-ঝুঁকি তারা নিতে চাইছে না।

বিজেপির একটি সূত্রের দাবি, বাংলা নয়, বিহারের কোনও কেন্দ্র থেকে বিজেপির টিকিটে লোকসভা ভোটে লড়বেন পবন। দলের শীর্ষ নেতৃত্বের কাছ থেকে সবুজ সঙ্কেত পাওয়ার পরই তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভোটে লড়ার কথা ঘোষণা করেছেন। তবে দেশের যে প্রান্ত থেকেই তিনি ভোটে লড়ুন না কেন, সেখানেই আসানসোলের রেফারেন্স টেনে বিরোধীরা যে তাঁকে নিশানা করবে তাতে কোনও সন্দেহ নেই।

বাংলার এক বিজেপি নেতার কথায়, ‘পবনের বিরুদ্ধে অভিযোগ, তাঁর গানে তিনি বাঙালি মেয়েদের সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছেন। তাই পবনকে এ বার ভেটে লড়ানোর ক্ষেত্রে দলের শীর্ষ নেতৃত্বের আরও চিন্তা-ভাবনা করা উচিত।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *