কয়েক ঘণ্টার জন্য বন্ধ থাকছে আলিপুরের ধন ধান্য সেতু (আলিপুর ব্রিজ)। আগামী ১৭ মার্চ কয়েক ঘণ্টার জন্য এই সেতু বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেতু বন্ধ থাকাকালীন যান চলাচল অন্য পথে ঘুরিয়ে দেওয়া হবে। বিজ্ঞপ্তি জারি করল কলকাতা ট্রাফিক পুলিশ।কলকাতা ট্রাফিক পুলিশ একটি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, আগামী ১৭ মার্চ ধন ধান্য সেতু মোট সাত ঘণ্টার জন্য বন্ধ রাখা হচ্ছে। রাত ১২ টা থেকে সকাল ৭টা পর্যন্ত এই সেতু বন্ধ রাখা হবে ওইদিন। সেতুর উপর দিয়ে যে কোনওরকম গাড়ি চলাচল বন্ধ রাখা হবে। রবিবার যাত্রী সংখ্যা কম থাকার সম্ভাবনা থেকেই রাতের দিকে সেতু বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গিয়েছে, এই সময়ের জন্য ডি এল খান রোড, এজিসি বোস রোড, হসপিটাল রোড ক্রসিংয়ের গাড়িগুলিকে পশ্চিমের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। থেকারে রোড, রিফর্মেটারি রোডের গাড়ি গুলোকে সেতু দিয়ে চলাচল করতে দেওয়া হবে না। ডায়মন্ড হারবার রোডের দিকে যাওয়া পণ্যবাহী গাড়িগুলিকে জর্জ কোর্ট ক্রসিং এবং স্ট্রান্ডেড রোড ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। জর্জ কোর্টের দিক থেকে কোনও গাড়ি কেই এই সেতুতে ওঠার অনুমতি দেওয়া হবে না।


সেতুর উপর ভারবহন ক্ষমতা এবং জিপিআর টেস্ট করার কাজ করা হবে, সেই কারণেই এই সেতু সাত ঘণ্টার জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেএমডিএর অধীনে থাকা এই সেতু দিয়ে সকাল থেকেই প্রচুর গাড়ি যাতায়াত করে। সেতু বন্ধ থাকার কারণে যাত্রীদের অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হবে বলেই মনে করা হচ্ছে। সকাল সাতটার পর থেকে যান চলাচল ফের স্বাভাবিক করে দেওয়া হবে বলে কলকাতা ট্রাফিক পুলিশের তরফে জানানো হয়েছে।

Kolkata Under Water Metro : ভোর থেকেই টিকিটের লাইন! গঙ্গার নীচ দিয়ে ছুটল প্রথম মেট্রো, উচ্ছ্বসিত যাত্রীরা
উল্লেখ্য, কয়েক মাস আগেই সেতুর স্বাস্থ্য পরীক্ষা করার জন্য এবং বেশ কিছু মেরামতির কাজের জন্য বন্ধ রাখা হয়েছিল। তিন ঘণ্টার জন্য এই সেতু দিয়ে যান চলাচল বন্ধ রাখা হয়। রাতের বেলায় সেতু দিয়ে যান চলাচল বন্ধ ছিল। তবে সেতুর রক্ষণাবেক্ষণের কাজে আরও বেশ কিছুটা সময় লাগতে পারে। সেই কারণে রাত ১২টা থেকে সকাল সাতটা পর্যন্ত মোট ৭ ঘণ্টার জন্য সেতু বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version