হুগলি লোকসভা কেন্দ্রে ‘দিদি নং ১’ অনুষ্ঠানের সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। এবার প্রচারের ময়দানেও নেমে পড়লেন রচনা বন্দ্যোপাধ্যায়। হুগলির সিঙ্গুর থেকে প্রচার শুরু করলেন রচনা। সঙ্গে দেখা গেল বিধায়ক তপন দাশগুপ্ত, অসিত মজুমদার সহ সহ হুগলির জেলা নেতৃত্বকে।হুগলির তৃণমূলের তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছিলেন সিঙ্গুর থেকেই প্রচার শুরু করবেন তিনি। সেই মতো শনিবার দুপুর দু’টো নাগাদ সিঙ্গুরে পৌঁছন রচনা। সিঙ্গুরের ডাকাত কালীমন্দিরে পুজো দেন তিনি। পাশের একটি শিব মন্দিরও পুজো দেন তৃণমূল প্রার্থী। তৃণমূলের তারকা প্রার্থীকে একবার দেখার জন্য প্রচুর মানুষের ভিড় জমে যায় ডাকাত কালীমন্দির চত্বরে। উলুধ্বনি, শঙ্খ ধ্বনি, ঢাকের বাদ্যির মাধ্যমে স্বাগত জানান হয় তৃণমূল প্রার্থীকে। ডাকাত কালীমন্দির থেকে বেরিয়ে পায়ে হেঁটে রতনপুর লোহা পট্টিতে যান রচনা। পথে নিজের নামে লেখা দেওয়ালে রং তুলির ছোঁয়াও দেন তিনি।

এদিন রচনা বন্দ্যোপাধ্যায় ডাকাত কালীমন্দিরে পুজো দিতে যাওয়ার সময় ‘দিদি নম্বর ১’ জিন্দাবাদ বলে স্লোগান তোলে উপস্থিত জনতা। রচনা হাসিমুখে ও হাত নেড়ে উপস্থিত জনতার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। রচনাকে দেখতে যে পরিমাণ ভিড় হয়, তা সামাল দিতে কার্যত হিমশিম খেতে হয় উপস্থিত তৃণমূল নেতা কর্মী সমর্থক ও নিরাপত্তারক্ষীদের।

প্রসঙ্গত, হুগলি লোকসভা কেন্দ্রের মধ্যে রয়েছে সাতটি বিধানসভা। সেগুলি হল সিঙ্গুর,ধনেখালি, চন্দননগর, চুঁচুড়া, সপ্তগ্রাম,বলাগড় ও পান্ডুয়া। এদিন হুগলি লোকসভার অন্তর্গত বিভিন্ন বিধানসভার তৃণমূল বিধায়করা এবং তৃণমূল নেতৃত্ব প্রার্থী রচনাকে নিয়ে বৈঠকে বসেন। সূত্রের খবর, কী ভাবে প্রচার করা হবে, নতুন কোন কৌশল অবলম্বন করা হবে, কবে থেকে রোড শো শুরু হবে, সেই সব বিষয় নিয়ে আলোচনা হয় বৈঠকে।

প্রসঙ্গত, লোকসভা নির্বাচনে হুগলিতে এবার হতে চলেছে কড়া টক্কর। ওই কেন্দ্রে ফের একবার লকেট চট্টোপাধ্যায়কে টিকিট দিয়েছে বিজেপি। গতবারেও ওই কেন্দ্র থেকে জয়ী হন লকেট। উলটো দিকে এবার হুগলি থেকে রচনাকে দাঁড় করিয়েছে তৃণমূল। সেই জায়গা থেকে এবার রাজনৈতিক ময়দানে দুই অভিনেত্রীর লড়াই দেখতে চলেছেন হুগলির ভোটাররা। অন্যদিকে আবার ওই কেন্দ্র থেকে ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা করেছে বামেরাও। হুগলিতে বামেদের হয়ে লড়ছেন মনোদীপ ঘোষ। এখন দেখার শেষ পর্যন্ত হুগলি লোকসভায় বাজিমাত করেন কে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version