জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বহু প্রতীক্ষিত ছবি ‘দেবী চৌধুরানী- ব্যান্ডিট কুইন অফ বেঙ্গল’ আবারও খবরে। সম্প্রতি জানতে পারা গেছে, এই ছবিতে সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, আইকনিক ভবানী পাঠকের ভূমিকায় অভিনয় করছেন। সামনে এসেছে তাঁর প্রছম লুকও। 
আরও পড়ুন: Ayu Rekha: মুক্তি পেল পরিচালক রাজদীপ ঘোষের ‘আয়ুরেখার’ ট্রেলার! ছবিতে দেখা যাবে ঋত্বিক- লিজা জুটি…
শনিবার সেট থেকে সিনেমাটির এক ঝলক সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন অভিনেতা। ছবিটি এডিটেড মোশন পিকচার্স প্রোডাকশন, যা  এডিটেড মোশন পিকচার্স এবং এলওকে আর্টস কালেকটিভ দ্বারা প্রযোজিত। এই ছবি বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস দেবী চৌধুরানী অবলম্বনে নির্মিত।
প্রসেনজিৎ-এর চরিত্র সম্পর্কে বলতে গিয়ে, নির্মাতা শুভ্রজিৎ মিত্র বলেন, ‘চলচ্চিত্র জগতের সদস্য হিসাবে, আমার ঘরানা সবসময়ই ম্যাগনাম ওপাস এবং পিরিয়ড ড্রামাই। আমার চলচ্চিত্র দেবী চৌধুরানী উপন্যাসের চেয়ে ঐতিহাসিক। ইতিহাস থেকে জানা যায়, ভবানী পাঠক দশনামী সম্প্রদায়ভুক্ত ছিলেন। সেই ঐতিহাসিক গল্পকে ভিত্তি করেই এই ছবিতে ভবানী পাঠকের লুক তৈরি করা হয়েছে।’

তিনি আরও যোগ করেছেন, ‘স্ক্রিপ্টের পড়ার পর থেকেই, বুম্বা দাকেই ভবানী পাঠকের চরিত্রে আমি মনে মনে ভেবেছিলাম। বুম্বা দার মধ্যে একটি বিশেষ ভাব আছে যা ভবানী পাঠকের সঙ্গে মেলে। তিনিই প্রথম যাঁর কাছে আমি এই স্ক্রিপ্ট শেয়ার করেছি। আমি তাঁর কাছে অত্যন্ত কৃতজ্ঞ যে তিনি এটি পছন্দ করেছেন এবং দেবী চৌধুরানীর অংশ হতে রাজি হয়েছেন।’
আরও পড়ুন: Partha Sarathi Deb: হাসপাতালে ভর্তি পার্থসারথি দেব! কেমন আছেন এখন তিনি?
সুপারস্টার আজ আবার একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘গা গরম করে নিলাম রবিবারের দেবী চৌধুরানি শুটের আগে, জয় ভৈরবী’। এই পোস্ট থেকে স্পষ্ট যে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে দেবী চৌধুরানির শুটিং।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version