দমদমদ স্টেশনে চলছে নন-ইন্টারলিংয়ের কাজ। একটানা ৫২ ঘণ্টার ধরে চলা এই কাজের আজ দ্বিতীয় দিন। এদিনও বাতিল প্রচুর ট্রেন। ফলে ফের একবার যাত্রী হয়রানির আশঙ্কা। শনিবার থেকে শুরু হওয়া এই কাজ চলবে আগামীকাল সোমবার ভোর ৪টে পর্যন্ত। এর জেরে শিয়ালদা মেন এবং শিয়ালদা – বনগাঁ শাখায় ১৪৩টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। এছাড়া বেশকিছু ট্রেনর যাত্রাপথ সংক্ষিপ্তও করে দেওয়া হয়েছে। শতাধিক লোকাল ট্রেন বাতিল হওয়ায় শনিবার ব্যাপক ভোগান্তির মধ্যে পড়তে হয় যাত্রীাদের। এমনকী ওই দিন প্রতিযোগীতা মূলক পরীক্ষা থাকায়, সেইসব পরীক্ষার্থীদের সমস্যার মধ্যে পড়তে হয়। আজও রয়েছে প্রতিযোগীতা মূলক পরীক্ষা। সেক্ষেত্রে শনিবারের পর আজ রবিবার ছুটির দিনেও যাত্রী দুর্ভোগের আশঙ্কা করা হচ্ছে।শনিবার ট্রেন গণ্ডগোলের জেরে চাকরি পরীক্ষায় বেশকিছু পরীক্ষার্থী বসতে পারেননি বলে অভিযোগ। ঝুঁকি নিয়ে ট্রেনে বাদুরঝোলা হয়ে, বা বিকল্প হিসেবে বাস,লরি অন্যান্য পরিবহণে পরীক্ষা কেন্দ্রে পৌঁছেও ২-৩ মিনিট দেরি হওয়ার কারণে পরীক্ষাকেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি অনেককে। বারাসতের সত্যভারতী বিদ্যাপীঠ এই ধরনের বেশকিছু অভিযোগ ওঠে। ট্রেনের গণ্ডগোলের কারণে কয়েকজনে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে ২-৩ মিনিট দেরি হয়ে যায়। আর সেই কারণেই তাঁদের ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ সেইসব পরীক্ষার্থীদের।

আজ যে সমস্ত লাইনে বাতিল বেশকিছু ট্রেন

  • শিয়ালদা – হাসনাবাদ
  • শিয়ালদা – ডানকুনি
  • শিয়ালদা – বারাসত
  • শিয়ালদা – গোবরডাঙা
  • শিয়ালদা -দত্তপুকুর
  • মাঝেরহাট – হাবড়া
  • শিয়ালদা – ব্যারাকপুর
  • শিয়ালদা – নৈহাটি
  • ব্যারাকপুর – দমদম জংশন
  • বিবাদী বাগ – কৃষ্ণনগর সিটি জংশন
  • মাঝেরহাট -মধ্যমগ্রাম
  • মাঝেরহাট – নৈহাটি
  • শিয়ালদা – বর্ধমান
  • শিয়ালদা – কাটোয়া
  • শিয়ালদা – কোমাগাতা মারু বজবজ
  • ক্যানিং – বারাসত
  • শিয়ালদা – বনগাঁ
  • দত্তপুকুর – মাঝেরহাট,
  • মাঝেরহাট – বারাসত
  • হাসনাবাদ -মাঝেরহাট
  • বারাসত – হাসনাবাদ
  • হাসনাবাদ – দমদম জংশন
  • বালিগঞ্জ – ব্যারাকপুর

শুধু শিয়ালদা ডিভিশন নয়, এদিন হাওড়া ডিভিশনেও বাতিল থাকছে প্রচুর লোকাল। রেলের কাজেল জেরে ট্রাফিক ব্লকের জন্য আজ হাওড়া থেকে ৩৭৮১১, ৩৬৮১১, ৩৭৩৭১, ৩৭৩০৯, ৩৭৩০৩, ৩৭২১১, ৩৭২১৩, ৩৭২১৫, ব্যান্ডেল থেকে ৩৭২১২, ৩৭২১৪, ৩৭২১৮, তারকেশ্বর থেকে ৩৭৩১২, বর্ধমান থেকে ৩৭৮১২, ৩৬৮১২, সিঙ্গুর থেকে ৩৭৩০৪ এবং গোঘাট থেকে ৩৭৩৭২ লোকাল বাতিল থাকছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version