রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘মা’ বলে সম্বোধন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। বিজেপি প্রার্থীর এই মন্তব্যকে ঘিরে রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। ভোটের আগে দলীয় প্রার্থীর এই মন্তব্যে খুব স্বাভাবিকভাবেই অস্বস্তিতে বিজেপি নেতৃত্ব। হিরণের মন্তব্যের প্রেক্ষিতে মুখ খুলতে চাইছেন না দলের নেতারাও।

কী বললেন হিরণ?

কিছুদিন আগে কপালে চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কপাল থেকে রীতিমতো রক্ত ঝরতে দেখা গিয়েছে। এদিন এক প্রশ্নের প্রেক্ষিতে ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় বলেন, ‘মুখ্যমন্ত্রীর যেদিন কপাল ও নাক ফাটল, সেদিন ডিজির বাহিনী ওঁকে (মমতা বন্দ্যোপাধ্যায়) সুরক্ষা দিচ্ছিল, তারা কী করছিল সেদিন? মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ডিজির নিশ্চয় কোনও অভিসন্ধি ছিল। না হলে কালীঘাটের বাড়িতে পড়ে গেলেন, সেখানে কোনও অ্যাম্বুল্যান্স ছিল না, গাড়িতে করে হাসপাতালে গেলেন, ডিজির বাহিনী কী করছিল? আমি তো এর মধ্যে ডিজির অভিসন্ধি দেখব।’

এরপরেই হিরণ বলেন, ‘সৎ, অত্যন্ত ভদ্র, একজন ভালো মানুষ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নিশ্চয় ডিজির কোনও অভিসন্ধি ছিল। না হলে কেন এটা করেন? ফলে ওঁকে যে অপসারণ করা হয়েছে, এটা অত্যন্ত ভালো হয়েছে বাংলার মায়েদের জন্য, বোনেদের জন্য। যে ডিজি আমাদের মা মুখ্যমন্ত্রীকে রক্ষা করতে পারেন না, সেই ডিজি বাংলার মা বোনেদের কী রক্ষা করবেন?’ প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী যখন চোট পান, সেই সময় রাজ্যের ডিজি পদে ছিলেন রাজীব কুমার। তবে ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর সোমবার তাঁকে ডিজির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

মন্তব্য করতে রাজি নয় নেতৃত্ব

এদিকে হিরণের এই মন্তব্যকে ঘিরে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিকমহলে। মুখে কুলুপ এঁটেছে বিজেপি নেতৃত্ব। এই প্রসঙ্গে বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলেও, কোনও মন্তব্য করতে চাননি তিনি। তবে ভোটের আগে হিরণের এই মন্তব্য পদ্মশিবিরকে কিছুটা হলেও অস্বস্তির মধ্যে ফেলেছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের কেউ কেউ।

প্রসঙ্গত, অতীতে অনেক সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘মা’ সম্বোধন করেছেন তৃণমূলের বিভিন্ন নেতা। এমনকী পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘জঙ্গলমহলের মা’ সম্বোধন করেছেন ভারতী ঘোষও। সেই সময় তাঁর মন্তব্যকে ঘিরেও তীব্র শোরগোল পড়ে গিয়েছিল বিভিন্নমহলে। পরে অবশ্য ভারতী ঘোষ ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। আর এবার সরাসরি বিজেপি প্রার্থীর ‘মা’ সম্বোধন মমতাকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version