তৃণমূল নেতা স্বরূপ বিশ্বাসের বাড়িতে আয়কর দফতর হানা। শুধুমাত্র স্বরূপ বিশ্বাস নয়, কলকাতার আরও ২ প্রমোটারের বাড়িতেও আয়কর দফতরের আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন বলে সূত্র মারফৎ জানা গিয়েছে। এছাড়া আরও ২ জায়গায় হানা দিয়েছেন আয়কর দফতরের আধিকারিকার। ঘটনাকে কেন্দ্রে করে সকাল থেকেই চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে।জানা গিয়েছে , বুধবার সকালে স্বরূপ বিশ্বাসের নিউ আলিপুরের বাড়িতে পৌঁছে যান আয়কর বিভাগের আধিকারিকরা। শুরু হয় তল্লাশি। স্বরূপ বিশ্বাসের বাড়ির বাইরে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী। ঘিরে ফেলা হয় গোটা বাড়ি। আয়কর দফতর সূত্রে খবর, এদিন শহর কলকাতার মোট পাঁচ জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। নিউ আলিপুরে স্বরূপের বাড়ি ছাড়াও আয়কর বিভাগের তল্লাশি বেহালার পর্ণশ্রী এলাকার কয়েকটি জায়গাতেও। যদিও তৃণমূল নেতা স্বরূপ বিশ্বাসের বাড়িতে কেন চালান হচ্ছে তল্লাশি, তার কারও এখনও আয়কর বিভাগের তরফে জানানো হয়নি।

সূত্রের খবর, এদিন ২টি রিয়েল এস্টেট সংস্থার উচ্চপদস্থ কর্তা ও আধিকারিকদের বাড়িতেও তল্লাশি অভিযানের জন্য পৌঁছে যান আয়কর বিভাগের কর্তারা। ওই দুটি সংস্থার বিরুদ্ধে করফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে। তবে সেই তল্লাশির সঙ্গে স্বরূপ বিশ্বাসের বাড়িতে হানা দেওয়ার কী যোগ, তা এখনও জানা যায়নি। স্বরূপের বাড়ি থেকে বিভিন্ন নথি সংগ্রহের চেষ্টা হচ্ছে বলে জানা যাচ্ছে। তবে লোকসভা নির্বাচনে আগে এই তল্লাশিকে ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে।

এদিকে এদিন স্বরূপ বিশ্বাসের বাড়ির বাইরে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে চোখে পড়ার মতো। গোটা বাড়ি ঘিরে রেখেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। ওয়াকিবহালমহলের একাংশ মনে করছে, সন্দেশখালির ঘটনার পর থেকে যে কোনও তল্লাশিতে আরও বাড়তি সতর্কতা অবলম্বন করছে কেন্দ্রীয় এজেন্সিগুলি।

প্রসঙ্গত, শাসকদল তৃণমূল কংগ্রেস বিভিন্ন সময়ে বিজেপি তথা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে ব্যবহারে অভিযোগ তুলেছে। বিজেপি প্রতিহিংসামূলক রাজনীতির জন্যই কেন্দ্রীয় এজেন্সিগুলিকে ব্যবহার করছে বলে অভিযোগ তৃণমূলের। এমনকী দলের বিভিন্ন নেতাদের বাড়িতে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে রেড করানোর ভয় দেখান হচ্ছে বলেও অভিযোগ রাজ্যের শাসকদলের। পালটা বিজেপি অবশ্য সবসময়ই তৃণমূলের এই অভিযোগ অস্বীকার করে এসেছে। গেরুয়া শিবিরের দাবি, তদন্তকারী সংস্থাগুলি নিজেদের মতো করে তাদের তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে। আর এই তরজার মাঝেই এবার ফের এক তৃণমূল নেতার বাড়িতে কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version