দিনহাটায় সংঘর্ষের ঘটনায় কোচবিহার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা স্বরাষ্ট্রমন্ত্রকের বিদায়ী প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক-সহ মোট ৪৫ জন বিজেপি নেতা-কর্মীর নামে দিনহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে তৃণমূল। পাল্টা বিজেপির তরফেও অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার প্রতিবাদে বুধবার দিনহাটায় চব্বিশ ঘণ্টার বন্ধের ডাক দিয়েছিল তৃণমূল। যদিও বিকেল চারটেয় বন্ধ প্রত্যাহার করে নেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। উদয়ন এবং তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে এদিন জেলার এসপি অফিস ঘেরাও করে বিজেপি। ব্যারিকেড ভেঙে বিজেপি কর্মীরা এগনোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে একপ্রস্ত ধস্তাধস্তি শুরু হয়।
এসডিপিও ধীমান মিত্র জানিয়েছেন, মঙ্গলবারের সংঘর্ষের ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। ঘটনার তদন্ত চলছে। কিন্তু এতবড় ঘটনার পর পুলিশ কেন অপরাধীদের গ্রেপ্তার করতে পারল না, তা নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে।
নির্বাচন কমিশনের এক কর্তার কথায়, ‘মঙ্গলবার রাতে দিনহাটায় দু’পক্ষের মধ্যে যে সংঘর্ষ হয়েছে, তার ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়েছে। বিভিন্ন টিভি চ্যানেলেও সেই খবর সম্প্রচারিত হয়েছে। সেখান থেকে অপরাধীদের চিহ্নিত করা খুব একটা কঠিন কাজ নয়। তা সত্ত্বেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এটা খুবই বিস্ময়ের।’
দিনহাটার সংঘর্ষের জন্য আসলে দায়ী কে, কারা প্রথম হামলা চালাল, তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। নিশীথের অভিযোগ, ‘প্রচার শেষ করে ভেটাগুড়িতে বাড়ির ফেরার সময়ে আমার কনভয় লক্ষ্য করে ঢিল ছোড়ে তৃণমূল কর্মীরা। তারপরই উদয়নের নেতৃত্বে একদল দুষ্কৃতী হাতে বাঁশ, রড, আগ্নেয়াস্ত্র নিয়ে বিজেপি কর্মীদের উপর হামলা চালায়।’ যদিও তৃণমূলের পাল্টা অভিযোগ, হামলা চালিয়েছে বিজেপিই।