এই সময়, বাঁকুড়া: মাঝেমধ্যেই দলের একটি অংশের ক্ষোভের মুখে পড়তে হয়েছিল বাঁকুড়ার বিজেপি সাংসদ ও বিদায়ী কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকারকে। ২০২৪-এর লোকসভা নির্বাচনেও বাঁকুড়া কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন সুভাষ। এবার সেখানেও দলের ওই গোষ্ঠীর আচরণে অশ্বস্তিতে পড়তে হলো তাঁকে। রবিবার সুভাষ বিরোধী হিসেবে পরিচিত বিজেপির বাঁকুড়া জেলার প্রাক্তন সাধারণ সম্পাদক জীবন চক্রবর্তী জানিয়েছেন, নির্দল হিসেবে তিনি ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। এদিন তিনি বলেন, ‘বিজেপিকে বাঁচানোর স্বার্থে কর্মীরাই আমাকে চাইছেন। সেই কর্মীদের অনুরোধকে সম্মান জানাতেই আমার এই সিদ্ধান্ত।তবে মানুষের কাছে আমার আবেদন থাকবে, যাঁরা বিজেপির বিরুদ্ধে, মোদীজির বিরুদ্ধে তাঁরা দয়া করে আমাকে ভোট দেবেন না। যাঁরা সুভাষ সরকারের বিরুদ্ধে তাঁরাই আমাকে ভোট দেবেন।’ যদিও বিষয়টিতে আমল দিচ্ছেন না পদ্মপ্রার্থী সুভাষ সরকার। তাঁর কথায়, ‘নির্দল প্রার্থী হয়ে কে কোথায় দাঁড়াল তা নিয়ে আমাদের মাথাব্যথা নেই। এই ভোট দেশের ভোট। আর দেশের সমস্ত মানুষ এখন মোদীজিকে চাইছে। কাজেই ভোট মোদীজির পক্ষেই যাবে এবং ব্যবধানের পরিমাণও গতবারের থেকে বাড়বে।’

‘মোদী চা’ বানালেন বিজেপি প্রার্থী সুভাষ সরকার

গত বছরের সেপ্টেম্বরে বাঁকুড়া শহরের নতুনগঞ্জে দলীয় কার্যালয়ে সুভাষ সরকারকে তালাবন্ধ করে বিক্ষোভ দেখিয়েছিলেন দলেরই এক অংশের কর্মীরা। বিভিন্ন ব্লকে কর্মীরা রাস্তায় নেমেও বিক্ষোভ দেখিয়েছেন তাঁর বিরুদ্ধে। তবুও বাঁকুড়া কেন্দ্রে প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণার পর থেকে মাটি কামড়ে প্রচারের ময়দানে রয়েছেন সুভাষ। এরই মধ্যে এদিন ছাতনায় একটি আলোচনা সভায় বসেন সুভাষ সরকার বিরোধী বলে পরিচিত নেতা, কর্মীরা। সেখানে সুভাষের বিরুদ্ধে ক্ষোভের কথা শোনান তাঁরা। একইসঙ্গে নির্দল প্রার্থী হিসেবে ভোটে লড়াইয়ের কথাও ঘোষণা করেন বিজেপির প্রাক্তন জেলা সাধারণ সম্পাদক।

BJP Candidate List West Bengal : একাধিক নতুন মুখ, পুরনো অনেকের কেন্দ্র বদল, BJP-র দ্বিতীয় তালিকায় কোথায় কারা?
জীবন বলেন, ‘দলের কর্মী, কার্যকর্তাদের সঙ্গে প্রতারণা করেছেন সুভাষ সরকার। বাঁকুড়া লোকসভার ছ’টি বিধানসভা এলাকায় আমি ঘুরে দেখেছি বহু কার্যকর্তা ও কর্মী ওঁকে (সুভাষ সরকারকে) প্রার্থী হিসেবে মেনে নিতে পারছেন না। দলটাকে বাঁচানোর স্বার্থে তাঁরা আমাকে চাইছেন। সেই সমস্ত কার্যকর্তা ও কর্মীদের অনুরোধে আমি নির্দল প্রার্থী হয়ে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছি। ভোটে দাঁড়ালে সুভাষ সরকারের থেকে একটি হলেও বেশি ভোটে আমি জিতব।’ জীবন আরও বলেন, ‘বিজেপির যদি প্রার্থী পরিবর্তন হয় তাহলে আমরা লড়াই থেকে সরে দাঁড়াব। বিজেপির হয়ে ভোট করব।’ পাল্টা সুভাষ বলছেন, ‘প্রচারে মানুষের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছি। আমার জেতা নিয়ে কোনও সংশয় নেই।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version