EiSamay.Com 26 Mar 2024, 4:42 pm

Embed

Press CTRL+C to copyX

<iframe src=”https://tvid.in/1xsjrnw9kz/lang?autoplay=false” style=”height: 100%; width: 100%; max-height: 100%; max-width: 100%; visibility: visible;” border=”0″ frameBorder=”0″ seamless=”” scrolling=”no” allowfullscreen=”true” mozallowfullscreen=”true” allowtransparency=”true”></iframe>

দোল উৎসবে মেতে রয়েছে গোটা দেশ। রবিবার থেকেই বিভিন্ন জায়গায় চলছে রংখেলা। বাংলা ধারাবাহিকের সেটেও চলছে জলজমাট হোলি সেলিব্রেশন। তেমনই ছবি ধরা পড়েছে ফুলকির সেটে। ধারাবাহিকে আসছে একের পর এক নতুন মোড়। দোলের জমজমাট পর্ব দেখছেন এখন দর্শকরা। তারই শ্যুটিং হয়ে গিয়েছে সম্প্রতি। জমজমাট শ্যুটিংয়ে চলেছে চুটিয়ে রং খেলা। তবে শুধু রং খেলাই নয় রয়েছে আরও নানা চমক। রঙের পাশাপাশি চলেছে টমেটো এবং ডিম খেলেও। ইতিমধ্যেই হোলি স্পেশাল এপিসোডের প্রোমো দেখেই ফেলেছেন দর্শকরা। তারই শ্যুটিংয়ে চলেছে চুটিয়ে হুল্লোড়। জমিয়ে রং খেলেছেন সকলেই। শ্যুটিংয়ে ঠিক কতটা মজা করেছেন সকলে সেই ছবি ধরা পড়েছে। প্রথমের দিকে মানুষের মনে তেমন জায়গা করে নিতে পা পারলেও। এখন ক্রমশ নিজের জায়গা পাকা করে নিচ্ছে ফুলকি ধারাবাহিক। আর এই ধারাবাহিকের সেটেই চলল জমিয়ে আড্ডা-রং খেলা। বিস্তারিত জানতে Watch Bengali Video.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version