এদিন সৌমিত্র খাঁ সুজাতা মণ্ডলকে নজিরবিহীনভাবে আক্রমণ করেছেন। তিনি বলেছেন, ‘কলতলায় ঝগড়া করার মতো প্রার্থী তৃণমূল দাঁড় করিয়েছে।’ উল্লেখ্য, সুজাতা মণ্ডল একাধিকবার সৌমিত্র খাঁকে আক্রমণ করেছেন। তাঁর চরিত্র নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন।
সৌমিত্রের জন্য এক কাপড়ে বাড়ি থেকে বার হতে হয়েছিল তাঁকে বিভিন্ন সময় এই প্রসঙ্গও তুলে ধরেছেন। সম্প্রতি নিজের দ্বিতীয় বিয়ের কারণও জানিয়েছিলেন সৌমিত্র খাঁ। তিনি বলেছিলেন, ‘আমি জীবন উপভোগ করি। অনেকে বিভিন্ন কথা বলবে। সুজাতা একটা কথা বারবার বলবে, চরিত্রহীন। ও আমার বাড়ি থেকে বেরিয়ে গিয়ে তৃণমূলে যোগদান করবে, আমি কি চুপ থাকব? বাবা-মায়ের চাপে আমি একজন বিধবাকে বিয়ে করেছি। আমার একটা ছোট সন্তান রয়েছে। আমি আনন্দ বোধ করি। আমি ভালো আছি, থাকব।’ সম্প্রতি স্ত্রী-কন্যার সঙ্গে দেখা গিয়েছিল সৌমিত্রকে।
এদিকে প্রচারে নেমে সৌমিত্র খাঁয়ের সম্পত্তি নিয়ে সুর চড়াতে শোনা গিয়েছিল সুজাতা মণ্ডলকে। কী ভাবে এক সম্পত্তির মালিক হলেন সৌমিত্র? তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন সুজাতা।
উল্লেখ্য, একুশের লোকসভা নির্বাচনের ঠিক আগে তৃণমূলে যোগদান করেছিলেন সুজাতা মণ্ডল। এই নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল। সুজাতা প্রথমে জানিয়েছিলেন, তিনি বিচ্ছেদ চাননি। পরে অবশ্য জল অনেক দূর গড়ায়। তাঁদের সম্পর্কে তিক্ততা বাড়ে। সৌমিত্র খাঁ সাংবাদিক বৈঠক করে জানিয়েছিলেন, তিনি সুজাতা মণ্ডলের থেকে বিচ্ছেদ চান।