রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কুরুচিকর ভাষায় আক্রমণ করা নিয়ে রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক অফিস সূত্রে খবর, ইতিমধ্যেই কমিশন রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। সেই রিপোর্ট তৈরিও করে ফেলেছে CEO অফিস। দ্রুত তা পাঠানো হবে বলেই কমিশনের একটি সূত্রে জানা গিয়েছে। ওই সূত্রের দাবি, নির্বাচন কমিশন যা নির্দেশ দিয়েছে তা পুরোপুরি মেনে চলা হচ্ছে। জানা গিয়েছে, নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ ইতিমধ্যেই দায়ের হয়েছে।অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগীকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি এই সময় ডিজিটাল-কে বলেন, ‘কমিশনকে রিপোর্ট পাঠানো হবে।’

বুধবার সকালেই CEO অফিসে গিয়ে অভিযোগ জানায় তৃণমূলের একটি প্রতিনিধি দল। বিজেপিও এই ঘটনায় দিলীপের পাশে দাঁড়ায়নি। তাঁকে শো কজ নোটিশ ধরানো হয়েছে। প্রকাশ্যেই বিজেপি নেতারা এই মন্তব্যের বিরোধীতা করেছে।

Dilip Ghosh: মুখ্যমন্ত্রীকে কুরুচিকর আক্রমণ কেন? সাফাই দিলীপ ঘোষের

এ বছর প্রথম থেকেই কমিশন এই নিয়ে সমস্ত রাজনৈতিক দলকে সতর্ক করেছিল। নির্বাচন কমিশনার নিজে এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকতে সব রাজনৈতিক দলকে আর্জি জানিয়েছিলেন।

বেশ কিছু নির্দেশ পরিষ্কার করে দেওয়া হয়েছিল…

  • ভোটের প্রচারে এমন কোনও মন্তব্য বা আচরণ করা যাবে না যাতে অশান্তি বা হিংসা ছড়িয়ে পড়তে পারে।
  • কারও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচনা করা যাবে না।
  • কোনও রাজনৈতিক দল বা প্রার্থীর বিরুদ্ধে কোনও ভিত্তিহীন অভিযোগ তোলা যাবে না।
  • রাজনৈতিক দলের প্রচারে যাতে কোনও ভাবেই নারীদের সম্মান ও মর্যাদা নষ্ট না হয়, তা মাথায় রাখতে হবে।
  • ভিত্তিহীন বা ভুয়ো বিজ্ঞাপন সংবাদমাধ্যমে প্রকাশ করা যাবে না।

বিস্তারিত আসছে…রিফ্রেশ করতে থাকুন



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version