দ্বিতীয় দফায় রাজ্যে ভোট হবে ২৬ এপ্রিল। এই দিন রায়গঞ্জ, বালুরঘাট এবং দার্জিলিঙে। তৃতীয় দফায় ভোট অনুষ্ঠিত হবে ৭ মে। এই দিন নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে মালদা উত্তর ও দক্ষিণ, মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর। চতুর্থ দফায় ভোট ১৩ মে। এই দিন ভোট রয়েছে বহরমপুর,কৃষ্ণনগর, রানাঘাট, বোলপুর, বীরভূম, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর, আসানসোলে।
উল্লেখ্য, এর আগে ১০ মার্চ তৃণমূল ব্রিগেড ময়দানে ‘জনগর্জন সভা’-র আয়োজন করেছিল। সেখানে লোকসভা নির্বাচনের জন্য ৪২ আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছিল। এরপর নদিয়া জেলায় রবিবার প্রচারে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বার কৃষ্ণনগর কেন্দ্রে লোকসভা নির্বাচনে মহুয়া মৈত্রের সামনে প্রার্থী হিসেবে বিজেপি বেছে নিয়েছে রাজপরিবারের সদস্য অমৃতা রায়কে।
গত লোকসভা নির্বাচনেও বিভিন্ন কেন্দ্রগুলিতে গিয়ে প্রচার চালিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আসন্ন লোকসভায় বিজেপিকে ঠেকাতে তৎপর তৃণমূল। প্রচারের ক্ষেত্রে দেওয়া হচ্ছে বিশেষ জোর।
মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগ এবং প্রচারের নিজস্ব ধরন রয়েছে। অতীতে কোনও নির্দিষ্ট এলাকায় গিয়ে নিজস্ব ভঙ্গিমায় জনসংযোগ করতে দেখা গিয়েছে তাঁকে। কখনও মানুষের মাঝে দাঁড়িয়ে তাঁদের সঙ্গে কথা বলে খোঁজ খবর নিয়েছেন, আবার কখনও সটান চলে গিয়েছেন স্থানীয় হাসপাতালে সেখানকার রোগীদের খোঁজ নিতে-পরিষেবা প্রসঙ্গে তাঁদের মতামত জানতে। সাধারণ মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়া এবং উন্নয়নই লক্ষ্য, একাধিক সময় বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
লোকসভা নির্বাচনের মুখে তিনি কোন কোন বিষয়গুলিকে সামনে রেখে প্রচার চালাবেন, তা জানার জন্য মুখিয়ে রাজনৈতিক মহল।