নিম ফুলের মধু এই মুহূর্তে বাংলা টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় সিরিয়াল। রুবেল দাস ও পল্লবী শর্মারা কীভাবে শ্যুটিং করছেন, দেখবেন নাকি? এখন চলছে নিম ফুলের মধুর দোল স্পেশাল এপিসোড। আনন্দের মাঝেই নেমে আসবে বড় বিপদ (Neem Phooler Madhu Behind The Scenes)। সে সব তো আপনারা টেলিভিশনের পর্দায় দেখবেনই। কিন্তু তার সঙ্গে একবার দেখে নেবেন নাকি কীভাবে হয় শ্যুটিং? আপনাদের পছন্দের তারকারা সেটে কী করেন? কাজের ফাঁকেই কীভাবে চলে ঠাট্টা ইয়ার্কি? আসুন দেখে নিন সেই এক্সক্লুসিভ ভিডিয়ো। রাজনীতি থেকে শুরু করে খেলা ও বিনোদন সংক্রান্ত সমস্ত খবরের পাশাপাশি লোকসভা নির্বাচন সংক্রান্ত যাবতীয় খবরে সর্বদা আপডেটেড থাকতে আপনাদের নজর থাকুক এই সময় ডিজিটালে। Watch The bengali Video.