রাহুল মজুমদার ও প্রীতি বিশ্বাসের ঘরে আসতে চলেছে নতুন অতিথি। কোল আলো করে আসতে চলেছে তাঁদের প্রথম সন্তান। সোশ্যাল মিডিয়াতেই এই খবর শেয়ার করেছেন সিরিয়াল জগতের পরিচিত মুখ রাহুল মজুমদার। হবু মা প্রীতি বিশ্বাসের মনের অবস্থা এখন কেমন? কতমাসের অন্তঃসত্ত্বা তিনি? এই সময় ডিজিটাল তাঁর সঙ্গে যোগাযোগ করেছিল। অভিনেত্রী জীবন থেকে ব্যক্তিগত জীবন নিয়ে অকপট অভিনেত্রী প্রীতি বিশ্বাস। প্রীতিকে কতটা প্যাম্পার করছেন রাহুল? সেই নিয়েও মজার অনেক মুহূর্ত শেয়ার করলেন তিনি। আসুন দেখে নেওয়া যাক এই এক্সক্লুসিভ ভিডিয়ো। দেশ থেকে বিদেশের নানা খবরে বিশেষ করে রাজনীতি, খেলা ও বিনোদন সংক্রান্ত যাবতীয় খবরে সর্বদা আপডেটেড থাকতে অপনদের নজর থাকুক এই সময় ডিজিটালে।