কোচ কবীর খান যখন বলেছিলেন আজ আমি তোমাদের কী করতে হবে বলব না, শুধু এমনভাবে খেলো যাতে এই ৭০ মিনিট স্বয়ং ঈশ্বরও তোমাদের থেকে ফেরত না চাইতে পারেন। সেই সংলাপের যতটা ইমপ্যাক্ট ছিল, রক্ত মাংসের আরও এক কিংবদন্তীর চরিত্রে অভিনয় করা অজয় দেবগণের মুখে যখন সংলাপ আসে, মাঠে ১১ জন থাকবে কিন্তু দল একটাই, তখন আরও একবার যেন হলে উপস্থিত দর্শকের মনে জেগে ওঠে সেই অদ্ভূত উত্তেজনা। কেমন হল বনি কপুর প্রযোজিত অজয় দেবগণ অভিনীত বহু প্রতীক্ষিত ছবি ময়দান? আসুন সেই নিয়েই সবিস্তর আলোচনা করা যাক ভিডিয়োতে। দেশ থেকে বিদেশের নানা খবরে বিশেষ করে রাজনীতি, খেলা ও বিনোদন সংক্রান্ত যাবতীয় খবরে আপডেটেড থাকতে আপনাদের নজর থাকুক এই সময় ডিজিটালে। Watch The bengali video.