দমদমের একটি ঝুপড়িতে শনিবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ড। একটি বস্তিতে আগুন লেগে গিয়েছে বলে খবর। পরপর বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে বলেও জানা গিয়েছে। ঘটনাস্থলে গিয়েছে দমকলের ১০টি ইঞ্জিন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইঞ্জিন সংখ্যা বাড়ানো হতে পারে। আগুন লাগে দুপুর ১২ টা বেজে ১৫ মিনিট নাগাদ। ঘটস্থলে দমকলের ১০ ইঞ্জিন। ১ ঘন্টা সময় অতিক্রান্ত হওয়ার পর ও আগুন নিয়ন্ত্রণে আসেনি।স্থানীয় সূত্রে খবর, শনিবার সুধীর শূর কলেজে পিছনে একটি বস্তিতে ভয়াবহ আগুন ধরে যায়। কী কারণে, আগুন লাগল সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। আগুন লাগার পরেই একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে জানা গিয়েছে। বস্তি এলাকায় একাধিক বাড়ির গ্যাস সিলিন্ডার ফেটে যেতে পারে বলে মনে করা হচ্ছে। দমকলের পাঁচটি ইঞ্জিন গিয়েছে বলে জানতে পারা গিয়েছে। প্রথমে ৫টি ইঞ্জিন গেলেও পরবর্তীকালে আরও ৫টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়েছে বলে খবর। আগুন যাতে ছড়িয়ে না পড়ে সে ব্যাপারে চেষ্টা করছে দমকল। পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে ইঞ্জিনের সংখ্যা আরও বাড়ানো হতে পারে।

স্থানীয় বাসিন্দারা জানান, আগুন লাগার বিষয়টি চোখে পড়তেই প্রথমে স্থানীয় বাসিন্দারা জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। কিন্তু, কিছু মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়তে থাকে বস্তির একাধিক বাড়িতে। আগুনের তীব্রতা ভয়ঙ্কর ছিল বলে জানা যাচ্ছে। আগুন আগুন লাগার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে যায় স্থানীয় মানুষ।

দাউ দাউ করে জ্বলছে গাছপালা, আগুন নেভানোর মরিয়া চেষ্টায় বনকর্মীরা! দেখুন Viral Video
তবে, স্থানীয় বাসিন্দাদের দাবি অনুযায়ী কী ভাবে আগুন লাগল, সে ব্যাপারে পরিষ্কার কিছু জানা যায়নি। কিছু মানুষের মতে, গ্যাসের সিলিন্ডার ফেটে গিয়ে অগ্নিকাণ্ড ঘটতে পারে। তবে, অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। দমকলের তরফে জানা গিয়েছে, ঘিঞ্জি এলাকা হওয়ার জন্য আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ হতে হচ্ছে দমকল কর্মীদের। আগুন লাগার কারণ সম্পর্কে এখনও পর্যন্ত স্পষ্ট করে কিছু জানানো হয়নি দমকলের তরফে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। আগুন যাতে আর ছড়িয়ে না পড়ে সে ব্যাপারে নিরন্তর চেষ্টা করা হচ্ছে। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু। তিনি জানান, খবর পাওয়া মাত্রই আমি ঘটনাস্থলে যাই। আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা সময় লাগছে। আগুন নেভানোর জন্য আমাদের রোবট রয়েছে। সেগুলিকে আগুন নেভানোর জন্য কাজে লাগানো হচ্ছে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসবে বলে আশ্বাস দেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version