অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে আয়কর দফতরের তল্লাশি চালানো হয়েছে বলে খবর। বিষয়টি নিয়ে চরম সমালোচনা তৃণমূল কংগ্রেসের। তৃণমূলের বক্তব্য, NIA এসপির সঙ্গে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির গোপন বৈঠকের প্রমাণ দেওয়ার পরেও কমিশন কোনও ব্যবস্থা নেয়নি। অথচ, আরও একটি কেন্দ্রীয় সংস্থাকে তল্লাশির জন্য পাঠানো হয়েছে। আদতে, বিজেপি ফাঁকা মাঠে গোল দিতে চাইছে বলে কটাক্ষ কুণাল ঘোষের।কুণাল ঘোষ এদিন বলেন,NIA এসপি ধন রাম সিং-এর সঙ্গে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির গোপন বৈঠকের অকাট্য প্রমাণ সরবরাহ করা হয়েছে। সেই প্রমাণ নির্বাচন কমিশনের হাতেও তুলে দেওয়া হয়েছে। এরপরেও নির্বাচন কমিশনের তরফে গুরুতর কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ তৃণমূলের। যদিও, দুদিন আগে ধন রাম সিংকে জরুরি ভিত্তিতে দিল্লিতে তলব করা হয়।

Abhishek Banerjee : ‘নিশীথ প্রামাণিক জিতলে কোচবিহারের মাছ খাওয়া বন্ধ!’ তোপ অভিষেকের

কুণালের বক্তব্য, NIA এসপির সঙ্গে বিজেপির নেতার বৈঠকের ঘটনায় আদর্শ আচরণবিধি লঙ্ঘন করা হয়েছে। তিনি বলেন, &এরপরই নির্বাচন কমিশন অন্য পথ বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আজ, বিজেপি তাদের একজন ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ মোতায়েন করেছে, সেটি হল আয়কর বিভাগ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে তল্লাশি চালানো এবং তার নিরাপত্তা কর্মীদের হয়রানি করা হয়।’

প্রসঙ্গত, বেহালা ফ্লাইং ক্লাবে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য ভাড়া করা হেলিকপ্টার ট্রায়াল রান চলছিল। সেই সময়, আয়কর বিভাগের একটি টিম হানা দেয় বলে তৃণমূলের দাবি। হেলিকপ্টারের ভেতরে তল্লাশি চালানো হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা রক্ষীরা হঠাৎ এই তল্লাশির কারণ জানতে চান। এর মাঝেই দুপক্ষ বিতর্কে জড়িয়ে পড়ে বলে অভিযোগ। ঘটনার কথা জানিয়ে নিজের এক্স হ্যান্ডেলে ক্ষোভ উগড়ে দেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রতিবাদ করেন অন্যান্য তৃণমূল শীর্ষ নেতৃত্ব। তল্লাশি চালানোর পর আদৌ কিছু পাওয়া যায়নি বলে তৃণমূলের তরফে দাবি করা হয়েছে।

Abhishek Banerjee : অভিষেকের কপ্টারে আয়কর তল্লাশির অভিযোগ, ‘কিছুই পায়নি’, দাবি তৃণমূলের
প্রসঙ্গত, কিছুদিন আগেই একটি সাংবাদিক বৈঠক করে রাজ্যে একাধিক তৃণমূল নেতার বাড়িতে NIA তল্লাশি চালানো বলে দাবি করেছিলেন কুণাল ঘোষ। এর কিছুদিনের মধ্যেই পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে NIA তল্লাশি হয়। সেখান থেকে দুইজন তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়। এরপরেই NIA-এর বিরুদ্ধে আক্রমণের ঝাঁঝ বাড়ায় তৃণমূল। তার মাঝেই NIA এসপি ধন রাম সিংয়ের সঙ্গে জিতেন্দ্র তিওয়ারির একটি গোপন বৈঠকের কিছু প্রামাণ্য নথি তুলে ধরা হয় তৃণমূলের তরফে। এমত অবস্থায় কমিশনের কাছে NIA, CBI, ED এবং আয়কর দফতরের প্রধানকে স্থানাতর করার আবেদন জানিয়েছিল তৃণমূল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version