নববর্ষের দিনেও বিপত্তি। পাথর ছোড়া হল বন্দে ভারত এক্সপ্রেসে। পাথরের আঘাতে ট্রেনের একটি জানলার কাচ ভেঙে গিয়েছে বলেও খবর। বারবার একই ঘটনা ঘটায়, ট্রেনের সুরক্ষা নিয়ে ফের উঠছে প্রশ্ন। বিষয়টি নিয়ে এর আগ একাধিকবার সচেতনতা বৃদ্ধি, এমনকি গ্রেফতারি হলেও কেন এহেন ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে, তাই নিয়ে উঠছে প্রশ্ন।ফের মালদায় বন্দে ভারতে ইট ছোড়ার অভিযোগ। ইটের আঘাতে ফাটল কাচ। হাওড়া থেকে নিউ জলপাইগুড়িগামী বন্দে ভারত ট্রেন মালদা স্টেশন ছাড়ার পরেই এই ঘটনা ঘটে। শ্রীপুর থেকে সামসি স্টেশনের মধ্যবর্তী জায়গায় পাথর ছোড়া হয় বলে অভিযোগ। আতঙ্কিত হয়ে পড়েন ট্রেনের যাত্রীরা। খবর দেওয়া হয় আরপিএফকে।

জানা গিয়েছে, সি (৮)কোচের জানালা লক্ষ্য করে এই পাথর ছোড়া হয়েছে। কিন্তু কেন বারবার আক্রমণের মুখে পড়ছে বন্দে ভারত? কারা যুক্ত থাকছে এই ঘটনার সঙ্গে। এই নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে। সুরক্ষার অভাব বোধ করছেন যাত্রীরাও। এক যাত্রীর কথায়, ‘আমি আগে এই ঘটনার কথা শুনেছিলাম। আজকে এই ঘটনার সাক্ষী হলাম। বিষয়টি বন্ধ করার জন্য প্রশাসনের তরফে ব্যবস্থা নেওয়া উচিত।’

বাংলায় নতুন রূপে তৃতীয় বন্দে ভারত! বিস্তারিত জেনে নিন

এদিকে এনজিপি থেকে হাওড়া যাওয়ার সময় রবিবার বিকেলে মালদা টাউন স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেস আসার পর মালদা আরপিএফ কর্মীরা তারা বিষয় দেখে পাশাপাশি রেল যাত্রীদের সঙ্গে কথা বলেন। কী ভাবে এই ঘটনা ঘটল, তার তদন্ত করে দেখছেন তাঁরা। তবে পাথর ছোড়ার ঘটনায় কেউ আহত হননি বলেই রেলওয়ে সূত্রে খবর। যে সময় ঘটনাটি ঘটেছে সেই সময় জানালার ধারে বসেছিলেন এক মহিলা ও তাঁর দুই শিশু। তবে এই ঘটনায় কেউ আহত হননি। তবে ওই কামরার যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে তৎক্ষণাৎ।

বন্দে ভারত থেকে শতাব্দী, গরমে পাহাড়ে যাওয়ার ট্রেনে 2000 আসন ফাঁকা!
প্রসঙ্গত, এর আগেও রাজ্যে একাধিকবার বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে পাথর ছোড়ার ঘটনা ঘটে। রাজ্যে এই ট্রেন চালু হওয়ার পর প্রথমবার দক্ষিণ দিনাজপুর জেলার সামসির কুমারগঞ্জে এই ধরনের ঘটনা ঘটেছিল। এরপর বন্দে ভারত ট্রেন কিষানগঞ্জ দিয়ে যাওয়ার সময় একই ঘটনার পুনরাবৃত্তি হয়। সেই সময় তিনজন বালককেও এই ঘটনায় গ্রেফতার করা হয়েছিল। তারপরেও হুঁশ ফেরেনি কিছু লোকের। ফের একই ঘটনা ঘটায় সচেতনতা নিয়ে উঠছে প্রশ্ন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version