ফের শিয়ালদা ডিভিশনে ট্রাফিক ব্লক। যার জেরে একটানা ২০ দিন ট্রেন নিয়ন্ত্রণ শিয়ালদা ডিভিশনের বিভিন্ন শাখায়। এবারও ঘটনাস্থল সেই দমদম জংশন। দমদম জংশন স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্মে কাজের জন্য ২০ দিনে মোট ৪৮০ ঘণ্টা ট্রাফিক ব্লক করার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। ১৮ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত চলবে এই ট্রাফিক ব্লক। এর ফলে একদিকে যেমন বেশকিছু ট্রেন বাতিল থাকবে, তেমনই বহু ট্রেনের যাত্রাও সংক্ষিপ্ত করা হচ্ছে।

যে ট্রেনগুলি বাতিল থাকছে…

৩০৩৫১ ও ৩০৩১৩ মাঝেরহাট – বারাসত
৩৩৩১১ বারাসত – হাসনাবাদ
৩০৩২২ হাসনাবাদ – বিবাদী বাগ
৩০১৪৫ মাঝেরহাট – মধ্যমগ্রাম
৩০৩৫৮ মধ্যমগ্রাম – মাঝেরহাট
৩০৩৬১ মাঝেরহাট – হাসনাবাদ
৩৩২৮২ হাসনাবাদ – দমদম জংশন
৩৩২৩১ দমদম জংশন – ব্যারাকপুর
৩৩২৩২ ব্যারাকপুর – দমদম জংশন
৩৩২৭১ দমদম জংশন – গোবরডাঙা
৩৩৬৮৬ গোবরডাঙা – শিয়ালদা
৩০৩৩৩ মাঝেরহাট – হাবড়া
৩০৩৩২ হাবড়া – মাঝেরহাট
৩০৩৫৩ মাঝেরহাট – দত্তপুকুর
৩০৩১৪ দত্তপুকুর – মাঝেরহাট
৩৩৪৫৩ শিয়ালদা – বারাসত
৩১২২৩ শিয়ালদা – ব্যারাকপুর
৩০১১৬ ব্যারাকপুর- বিবাদী বাগ
৩০১১৩ বিবাদী বাগ – ব্যারাকপুর
৩১২৪২ ব্যারাকপুর – শিয়ালদা
৩০৩১২ বারাসত – মাঝেরহাট

ট্রাফিক ব্লকের জেরে প্রভাবিত হবে ট্রেন চলাচল

সংক্ষিপ্ত যাত্রা যে ট্রেনগুলির…

৩০৩৪৬ বনগাঁ জংশন – মাঝেরহাট লোকাল দমদম ক্যান্টমেন্ট স্টেশনে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে
৩০৩৪৪ বনগাঁ জংশন – মাঝেরহাট ও ৩০৩২৪ হাসনাবাদ মাঝেরহাট লোকাল বারাসতে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে
৩০১৪২ গেদে – মাঝেরহাট লোকাল রানাঘাটে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে
৩০৭১১ লক্ষ্মীকান্তপুর – মাঝেরহাট লোকাল বালিগঞ্জে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে

৩০৩৩১ মাঝেরহাট – হাবড়া লোকাল বারাসত থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে
৩০৩১১ মাঝেরহাট – বারাসত লোকাল দমদম ক্যান্টনমেন্ট থেকে যাত্রা শুরু করবে

৩০৩১৭ মাঝেরহাট – দত্তপুকুর লোকাল বালিগঞ্জ থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে এবং পথ পরিবর্তন করে আপ কর্ড লাইন ধরে চলবে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version