অমর সিং চমকিলা। ইমতিয়াজ আলি পরিচালিত এই ছবি রমরমিয়ে চলছে নেটফ্লিক্সে। পঞ্জাবের সংগীত দুনিয়ার বেতাজ বাদশা অমরসিংয়ের জীবনের উপর তৈরি এই ছবিতে দর্শকের মনে ধরেছে দিলজিত্ দোসাঞ্জ এবং পরিণীতি চোপড়ার জুটি। দর্শকের প্রশংসায় উচ্ছ্বসিত পরিণীতিও (Amar Singh Chamkila)। মঙ্গলবার তাঁর দেখা মিলল সঙ্গে মন ভালো করা এক গাল হাসি। পরিণীতি জানেন গালে টোল ফেলা তাঁর এই হাসি হৃদস্পন্দন কতটা বাড়িয়ে দিতে পারে! বাই দ্য ওয়ে আপনাদের দেখা হল অমরসিং চমকিলা? কেমন লাগল? জানান না আমাদের। আপাতত দেখে নিন এই ভিডিয়ো। দেশ থেকে বিদেশের নানা খবরে সর্বদা আপডেটেড থাকতে আপনাদের নজর থাকুক এই সময় ডিজিটালে। Watch The Entertainment Video.