আজ উত্তরবঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তৃণমূলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপধ্যায়। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ও রায়গঞ্জে সভা করবেন প্রধানমন্ত্রী। আবার জলপাইগুড়িতে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা। পাশাপাশি শিলিগুড়িতে পদযাত্রা করবেন মমতা। খুব স্বাভাবিকভাবে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সভা এবং রোড শো তে অংশ নেবেন বহু মানুষ। প্রধানমন্ত্রীর সভায় তো আশেপাশের জেলা থেকেও বিজেপি কর্মী সমর্থকেরা ভিড় করতে পারেন বলে মনে করা হচ্ছে। এই পরিস্থিতিতে মানুষ যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারেন, সেই কারণে আজ মঙ্গলবার ভোর ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এলাকার বিভিন্ন জায়াগায় যান চলাচল নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিষয়ে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে।

যে সমস্ত পথে চলবে পণ্যবাহী গাড়ি, বাস ও অটো

১. বিহার মোড় থেকে চার্চ মোড়ের দিকে কোনওরকম পণ্যবাহী যানবাহন চলতে দেওয়া হচ্ছে না।
২. পরিবহণ নগর মোড় থেকে দার্জিলিং মোড় হয়ে দুই মাইন চেক পোস্টের দিকে কোনও পণ্যবাহী যানকে যেতে দেওয়া হচ্ছে না।
৩. দার্জিলিং মোড় থেকে এয়ারভিউ মোড় হয়ে নৌকাঘাট পর্যন্তও কোনও পণ্যবাহী যান এই সময়ের মধ্যে চলাচল করছে না।
৪. টিসিপি মোড় থেকে দার্জিলিং মোড় হয়ে পরবিহণ নগরের দিকেও কোনও পণ্যবাহী যানকে যেতে দেওয়া হচ্ছে না।
৫. খালপাড়া / নয়াবাজার থেকে সমস্ত ট্রাক খালপাড়াতেই আটকে দেওয়া হচ্ছে।
৬. কোনও বাস ও শহরের অটো দার্জিলিং মোড় থেকে এয়ারভিউ মোড় কোর্ট মোড় হয়ে জলপাই মোড় পর্যন্ত চলাচল করছে না।

জেনে নিন রুট ডাইভারশন

১. গ্যাংটক, কালিম্পং / ডুয়ার্সের দিক থেকে আশা ট্রাকগুলি ইস্টার্ন বাইপাস – ফুলবাড়ি – ঘোষপুকুর – ৩১ নম্বর জাতীয় সড়ক (১০) দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।
২. বিধাননগরের দিক থেকে আসা ট্রাকগুলি ঘোষপুকুর – ফুলবাড়ি – ইস্টার্ন বাইপাস – সালুগাড়া দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।
৩. জলপাইগুড়ির দিক থেকে রায়গঞ্জের দিকে আসা ট্রাকগুলিকে ফুলবিড়া – এমডি বক্স মোড় – ঘোষপুকুল দিয়ে ঘোরান হচ্ছে।
৪. শিলিগুড়ি শহর থেকে জলপাইগুড়ির উদ্দেশে রওনা দেওয়া ট্রাকগুলিকে চেক পোস্ট – ইস্টার্ন বাইপাস দিয়ে যাচ্ছে।
৫. জলপাইগুড়ি রোড সাইড থেকে শিলিগুড়ি টাউনের দিকে আসা ট্রাকগুলি ইস্টার্ন বাইপাসের গান্দার মোড় দিয়ে ঘুরে যাচ্ছে।
৬. পণ্যবাহী যানবাহন যেগুলি জলপাইগুড়ির দিক থেকে আসছে, সেগুলিকে মার্ডার মোড় থেকে ক্যানাল রোড ইস্টার্ন বাইপাসের দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।

এছাড়া বাস ও শহরের অটো চলাচলের ক্ষেত্রেও বেশকিছু নিয়ন্ত্রণ আনা হয়েছে। তবে পচনশীল বস্তু, দুধ, এলপিজি সিলিন্ডারবাহী গাড়়ি, সেনার সামগ্রীবহনকারী যানবাহন ও অ্যাম্বুল্যান্সকে এর বাইরে রাখা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version