এই প্রথম দাবা নিয়ে কোনো বাংলা ছবি আসছে। গ্র্যান্ড মাস্টার সূর্য শেখর গঙ্গোপাধ্যায়ের বায়োপিক অবলম্বনে নির্মাণ করা হয়েছে এই ছবির চিত্রনাট্য। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে দাবাড়ুর ঝলক। উইন্ডোজ প্রোডাকশনের হিট ছবি পোস্তর সেই ছোট্ট পোস্তকে মুখ্য ভূমিকায় দেখতে পাওয়া যাবে। অর্ঘ্য বসু রায় সূর্যশেখর গঙ্গোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করবে। তার মা করুণা দেবীর ভূমিকায় রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। অন্যান্য চরিত্রে দেখা যাবে কৌশিক সেন, চিরঞ্জিত চক্রবর্তী, দীপঙ্কর দে প্রমুখকে। এই ছবির পরিচালক পথিকৃৎ বসু। শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের উইন্ডোজ প্রোডাকশন হাউজ প্রযোজিত দাবাড়ুতে বহুদিন পর ঋতুপর্ণা ও চিরঞ্জিতকে একসঙ্গে দেখা যাবে। আগামী ১০ মে মুক্তি পাবে দাবাড়ু। একান্ত আলাপচারিতায় সুপারস্টার ঋতু। সাক্ষাত্কারে এই সময় ডিজিটালের সাংবাদিক নিবেদিতা দাঁ।