তাঁর কথায়, সংবিধানের আর্টিকেল ৩৪২ ধারায় প্রভিশন আছে যে কোনও সম্প্রদায় এসসি, এসটি, ওবিসির জন্য দাবি তুলতে পারে। কুড়মিদের পাশাপাশি গোর্খাল্যাণ্ডের আদলে জঙ্গলমহলকে শায়ত্বশাসন দিতে হবে। ভারতীয় নোটে অলচিকি হরফে লিখতে হবে। দূরদর্শন, রেডিওতে ২৪ ঘন্টা অলচিকিতে ব্রডকাস্ট করতে হবে। রেলস্টেশনে লোকাল ভাষা ঝাড়খণ্ডী, সাঁওতালি, কুড়মালি যেখানে যা আছে সে ভাষায় ঘোষণা করতে হবে।
এরপরেই সূর্য সিং বেসরা বলেন, ‘জঙ্গলমহলে যে পাঁচটি আসন ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, মালদা আসনে যদি আমাদেরকে ছেড়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়, তবে আমরা এই শর্তে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী করার জন্য প্রস্তাব করছি। মমতার আছে ক্ষমতা। সে চালাতে পারবে দেশকে।’ তাঁর আরও দাবি, ইণ্ডিয়া জোটের মধ্যে অনেকে লড়াই করছে, কিন্তু তাঁদের মধ্যে কারও প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা নেই। একমাত্র সেই ক্ষমতা প্রধানমন্ত্রী হিসেবে মমতার মধ্যে রয়েছে।
বিজেপিকে আক্রমণ করে তিনি বলে, ‘আমাদের শত্রু মমতা দিদি নয়, তৃণমূল নয়, আমাদের মূল শত্রু বিজেপি। গতবারে বিজেপি পশ্চিমবঙ্গে ১৮টি আসনে জয়ী হয়েছিল। এবারে যদি আমাদের সঙ্গে তৃণমূলের সমঝোতা হয়ে যায় তাহলে আমরা রাজ্য থেকে বিজেপিকে তাড়াতে পারবো।’ প্রসঙ্গত, এবার ঝাড়গ্রাম কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হয়েছেন কালীপদ সোরেন। অন্যদিকে, বিজেপির তরফে এই কেন্দ্রে প্রার্থী হয়েছেন প্রণত টুডু।