শ্রীকান্ত ঠাকুর: ভোটের প্রচারে গিয়ে সুকান্ত মজুমদারের প্রশংসা দেবের মুখে! মঞ্চে তখন দৃশ্যতই ‘বিব্রত’ তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র। ‘এটাই হচ্ছে সুকান্ত মজুমদার’, বললেন  বিজেপির রাজ্য সভাপতি। 

আরও পড়ুন:  Rachna Banerjee: ‘হাসি শুনে লোকে বলে পাগল… আমি সাপোর্ট করি’, এ কী বললেন রচনা!

প্রথম দফার লোকসভা ভোট শেষ। দ্বিতীয় দফায় ভোট হবে বালুরঘাট লোকসভা কেন্দ্রে। সঙ্গে রায়গঞ্জ ও দার্জিলিংয়ে। গতবার বালুরঘাট থেকে জিতেছিলেন বিজেপির রাজ্য় সভাপতি সুকান্ত মজুমদার। এবারও তিনিই প্রার্থী। বিপক্ষে তৃণমূলের বিপ্লব মিত্র।

এদিন কুশমুণ্ডিতে তৃণমূল প্রার্থীর সমর্থনে প্রচার করতে এসেছিলেন দেব। তিনি বলেন, আমার অনেক বন্ধুবান্ধব আছে, যাঁরা বিজেপিতেও আছে। তাঁদের মধ্য়ে একদম প্রথম নাম হচ্ছে সুকান্তদা। আমার অত্য়ন্ত প্রিয় মানুষ। সুকান্তদাকে শুভেচ্ছা। রাজনীতির ময়দানে যেই জিতুক না কেন, আমার মনে হয়, মানুষ যাকে ভালোবাসবে, মানুষকে যাকে বিশ্বাস করবে, তারই যেন জয় হয়। এই মঞ্চ থেকে সুকান্ত মজুমদারকে অনেক শুভেচ্ছা রইল। কে হারবে, কেউ জিতবে, আমরা ভবিষ্যতে দেখে নেব’।

আরও পড়ুন:  West Bengal Lok Sabha Election 2024: ‘মমতার কোমরে দড়ি দিয়ে প্রকাশ্য রাস্তায় নিয়ে আসুন’, বিস্ফোরক অভিজিত্ গঙ্গোপাধ্যায়

দেবের সৌজন্যে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। সুকান্ত বলেন, ‘দেব এসে বলছে, সুকান্তদা আমার খুব ভালো বন্ধু। এটাই হচ্ছে সুকান্ত মজুমদার। দেবের মতো বাংলার ছবির সুপারস্টারও এসে বলে, সুকান্তদা আমার খুব ভালো বন্ধু। আমি আগে সুকান্তদাকে নিয়ে বলব। তারপরে বিপ্লব মিত্রকে নিয়ে বলব’।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version