জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভোটের আগে নিজের নাম ছাপানো ‘হাত পাখা’ দিয়ে ভোট কুড়ানোর চেষ্টা, কিন্তু ভোটের পরে কাউকে দেখা যায় না’। দিলীপ ঘোষ প্রসঙ্গে এই কথা বললেন পাখা নেওয়া মহিলারাই। বিধি ভঙ্গের অভিযোগ তৃণমূলের।

‘দিলীপ ঘোষকে পদ্মফুল চিহ্নে ভোট দিন’, লেখা পাখা বিতরণ করে নির্বাচনী আদর্শ আচার বিধি ভঙ্গ করেছেন দিলীপ ঘোষ। এমনটাই অভিযোগ তুলেছে তৃণমূল।

আরও পড়ুন: Amit Shah: ‘৩৫ আসন দিলে…’ বাংলায় কী কী হবে? তালিকা দিলেন শাহ!

মঙ্গলবার বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের দুর্গাপুরের কাঁকসার ত্রিলোকচন্দ্রপুরে নির্বাচনী প্রচারে যান বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। সেখানে তাঁকে এলাকার মহিলারা সংবর্ধনা জানান।

তারপরেই মহিলাদের হাতে হাত পাখা তুলে দেন তিনি। সেই পাখায় লেখা ছিল ‘দিলীপ ঘোষ কে এই চিহ্নে ভোট দিন’।

আরও পড়ুন: Maheshtala: পড়তে আসত বাড়িতে, একলা পেয়ে নাবালিকা ছাত্রীকে জোর করে…

এই লেখাকে ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। তৃণমূল পরিচালিত কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্যের অভিযোগ, ‘পাখা কেনার মত ক্ষমতা সব মানুষেরই আছে। বিজেপি যে কী করতে চাইছে একটুও জানেনা। কতটা নিচে নামতে পারে সেটাও দেখা যাচ্ছে। পাখার উপর ভোট চাওয়া সম্পূর্ণ নির্বাচনী বিধিবঙ্গ! তাঁরা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করবেন’।

দিলীপ ঘোষের পরিষ্কার বক্তব্য, ‘তিনি কারোর কাছে ভোট চান না। ভাষণ দেন না কিন্তু ভোটে জেতেন। সাধারণ মানুষের মধ্যে উৎসাহ রয়েছে। সাধারণ মানুষ চায় মোদীজিকে’।

দিলীপ ঘোষের দেওয়া হাত পাখা নিয়ে মহিলাদের পরিষ্কার বক্তব্য, ‘হাত পাখা দিলেন। ভোটের আগে যেটা দিচ্ছে সবাই সেই প্রতিশ্রুতিও দিলেন। কিন্তু ভোটের পরে কাউকে দেখা যায়না। বর্ধমান দুর্গাপুরের বিদায়ী সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়াকেও পাঁচ বছরে একবারও দেখা যায়নি’।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version