মুম্বইয়ের শ্রী ঘন্টেশ্বর মন্দির। মঙ্গলবার দুপুরে সেখানেই পুজো দিতে পৌঁছে গেলেন রানি মুখার্জী। হনুমান জয়ন্তী বলে কথা, আর এমন দিনে জ্ঞান গুণ সাগর হনুমানজির পুজো দেবেন না? আর যেখানে রানি নিজে এতটাই বজরঙ্গবলীর ভক্ত! তবে তাঁর জন্যে সাধারণ মানুষের পুজো দেওয়ায় কোনও সমস্যা হোক, এমনটা চাননি নায়িকা। তাই কোনও আড়ম্বর ছাড়াই এলেন মন্দিরে। সহজে যাতে কেউ তাঁকে চিনতে না পারেন, তাই মুখ ঢাকলেন মাস্কে। আর পাঁচজনের মতোই লাইনে দাঁড়িয়ে পুজো দিলেন রানি। অবশ্য বেরোনোর সময়ে মাস্ক সরিয়ে দেখা মিলল সেই মিলিয়ন ডলার স্মাইলের! আচ্ছা রানির এই পোশাকটি আপনাদের কেমন লাগল। এমন এম্পায়ার লাইন ড্রেস আপনারও কালেকশনে আছে নাকি? রানির কোন ছবি আপনাদের অলটাইম ফেভারিট? জানান না আমাদের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version