শ্রীকান্ত ঠাকুর: দ্বিতীয় দফা নির্বাচনের প্রচারের শেষ লগ্নে গঙ্গারামপুরে রোড শো করলেন অভিনেতা দীপক অধিকারী। শেষ প্রচারে ঝড় তুললো সব রাজনৈতিক দল। কিন্তু সবাই প্রচার করলো গঙ্গারামপুর এলাকায়। 

সকালে সুকান্ত মজুমদার পরে দেব। অবশ্য শেষ লগ্নের প্রচারে ব্রাত্য থেকে গেল বালুরঘাট। রোড শো শুরু করার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দীপক অধিকারী। গতকাল কুশমন্ডিতে বিপ্লব মিত্রের সমর্থনে প্রচার মঞ্চ থেকে দেব প্রকাশ্যেই সুকান্ত মজুমদার এর প্রশংসা করেন। যা নিয়ে তীব্র রাজনৈতিক তরজা হয় জেলায়। রোড শো এর আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। মূলত তিনি তাঁর দেওয়া বক্তব্যর ব্যাখ্যা দেন।

আরও পড়ুন: Malbazar: ভয়ংকর গরমে জ্বলেপুড়ে যাচ্ছে গাছের পর গাছ, তীব্র সংকট পানীয় জলের…

গতকাল দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডিতে বালুরঘাটের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে জনসভায় বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের প্রশংসা করেন অভিনেতা দেব। বিষয়টিকে দেব তথা দীপক অধিকারী, শুভেচ্ছা বার্তা বললেও তা নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক শুরু হয় যে, পরোক্ষভাবে দেব কী তাহলে সুকান্তরই প্রচার করে গেলেন?

এমনকি সেই শুভেচ্ছা বার্তা সুকান্ত মজুমদার বিভিন্ন জনসভায় প্রচার করে নিজের ভোট প্রচারে উপস্থিত কর্মী সমর্থকদের ব্যবহার করে শোনান। বিভিন্ন সমাজিক মাধ্যমে ব্যাপক প্রচার শুরু হয়। যা নিয়ে রীতিমত বিব্রত হয় দল। যে কারনে রোড শুরুর আগেই সাংবাদিক সম্মেলন করে তার বক্তব্যের ব্যাখ্যা দেন দেব।

আরও পড়ুন: Abhishek Banerjee: ‘এটা দুর্ভাগ্যজনক যে, বিচারপতিরা দুর্নীতিগ্রস্ত দলে যোগ দিতে শুরু করেছেন’!

দেব পরোক্ষের সুকান্তর হয়ে প্রচার করছেন সেই বিতর্কে এদিন জল ঢাললেন স্বয়ং দেব। অভিনেতা দেব জানান, ‘আমার সৌজন্য আমার দুর্বলতা নয়। বিজেপি আইটি সেল আমার ক্লিপিংস-এর অপব্যবহার করেছে। আমি এমনই একজন যে বিরোধী দলের নেতাদের শুভেচ্ছা জানাতে পারি। ভোটে জেতার পর সুকান্ত মজুমদারের বাড়িতে সকালে চা খেয়ে, দুপুরে বিপ্লব মিত্রের বাড়িতে লাঞ্চ করতে পারি’।

এদিন দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে রোড শো করেন তৃণমূল নেতা দেব তথা দীপক অধিকারী। তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে তিনি রোড শো করেন। চারদিন আগেই ঠিক একই রাস্তা ধরে গঙ্গারামপুরে সুকান্ত মজুমদারের সমর্থনে রোড শো করেছিলেন বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী।

সেদিন এবং এদিন দুই দিন‌ই দুই অভিনেতাকে দেখতে ভিড় উপচে পড়ে। এই প্রসঙ্গে দেব জানান, মিঠুন দা এবং আমাকে দু’জনকেই দল যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ অনুসারে দলের প্রচার করেছি। দল ঠিক করেছে, তাই প্রচার করেছি। মানুষ ঠিক করবে কাকে তাঁরা ভালোবাসে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version